সংক্ষিপ্ত

এরা চাপা স্বভাবের হন। এদের বন্ধু-বান্ধবের তালিকা বিস্তার থাকে ঠিকই। কিন্তু মনের কথা কাউকে জানাতে চান না এরা। দেখে নিন চার রাশির ছেলে মেয়েদের কথা।

 

বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২টি রাশির উল্লেখ। শাস্ত্র মতে, কেউ শান্ত তো কেউ উদ্ধত। কেউ চঞ্চল তো কেউ ধূর্ত। সকলের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা আলাদা। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে বিস্তর তফাত। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এরা সকলের থেকে আলাদা। এরা চাপা স্বভাবের হন। এদের বন্ধু-বান্ধবের তালিকা বিস্তার থাকে ঠিকই। কিন্তু মনের কথা কাউকে জানাতে চান না এরা। দেখে নিন চার রাশির ছেলে মেয়েদের কথা।

মিথুন রাশি-

রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এদের মনের কথা জানা খুবই কঠিন। মনের কথা কাউকে বলতে চান না এই রাশির ছেলে মেয়েরা। এরা নিজের জীবনের সকল দুঃখ চেপে রাখতে পছন্দ করেন।

কর্কট রাশি-

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরাও মিথুন রাশির মতো। মনে হাজার কষ্ট থাক- তা এরা প্রকাশ করবেন না। এরা সকলের থেকে আলাদা স্বভাবের হন। মনের কথা মনেই রাখেন কর্কট রাশির ছেলে মেয়েরা।

কন্যা রাশি-

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরা উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় স্বভাবের হন। এদের ভালোবাসা খারাপ লাগা সম্পর্কে চট করে কেউ আন্দাজ করতে পারেন না। এরা চাপা স্বভাবের মানুষ হন। এই রাশির ছেলে মেয়েরা কাউকে মনের কথা জানতে দিতে চান না। সকলের থেকে আলাদা হন এরা।

বৃশ্চিক রাশি-

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের মানুষ হন। এরাও সকলের থেকে আলাদা হন। মনের কথা কাউকে জানান না এরা। এদের জীবনের সকল অনুভূতি এরা চেপে রাখেন। এই রাশির ছেলে মেয়েরা চাপা স্বভাবের মানুষ হন। তাই মেলামেশার সময় সাবধান। বুদ্ধি করে মেলামেশা করুন এই চার রাশির সঙ্গে।

স্বভাব থেকে আচরণ, কথা বলার ধরন থেকে মনের ভাবনা- সব কিছু নিয়েই সর্বত্র রয়েছে বিস্তর তফাত। সে কারণে ভিন্ন এই চার রাশি। শাস্ত্র মতে, চাপা স্বভাবের হন এই চার রাশির ছেলে মেয়েরা, মনের কথা কাউকে বলতে চান না এরা।

 

 

আরও পড়ুন

Love Horoscope: প্রেম জীবনে অশান্তির সম্ভাবনা আছে এই তিন রাশির, দেখে নিন দিন কেমন কাটবে

আজ নানান কারণে তৈরি হতে পারে জটিলতা, এই তিন রাশির দিনটি কাটতে পারে কঠিন ভাবে

অপরিচিতদের বেশি বিশ্বাস করে ঠকতে পারেন এই দুই তারিখের জাতক-জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা