সংক্ষিপ্ত

কৃত্রিম ফুল না রেখে তাজা ফুল দিয়ে ঘর সাজান
বিছানার চাদরের ক্ষেত্রে, হালকা রং বেছে নিন
নব দম্পতিদের উত্তর-পূর্ব দিকের ঘর সবচেয়ে শুভ
নব দম্পতিদের উত্তর-পূর্ব দিকের ঘর সবচেয়ে শুভ হবে

বিয়ের মরশুম শুরু হয়ে গেছে। অগ্রহায়ন মাস জুড়েই রয়েছে বিয়ে। বিয়ের আগে বেশ কয়েকটি জিনিস মেনে চললে দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে। বাস্তু মতে কয়েকটি নিয়ম মানলেই বদলে যাবে আপনার ভাগ্য। এড়িয়ে চলা যাবে দাম্পত্য কলহ, ডির্ভোস। বাস্তুর মতে কোন কোন জিনিস মেনে চললে বৈবাহিক জীবন আরও সুখকর ও সুন্দর হবে, জেনে নিন এক নজরে।

আরও পড়ুন-শুক্রবার সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন রাশিফল...

সবার আগে বাড়ির বাস্তুদোষ কাটান। বাড়িতে নতুন রং করার পাশাপাশি কী রং করবেন সেটাও জেনে নিন।

সবার প্রথমে বাড়ির মাটির নীচে জলের ট্যাঙ্ককে দক্ষিণ-পূর্ব দিক থেকে সরিয়ে রাখুন।

বিবাহিত মেয়েদের ক্ষেত্রে ঋতুচক্র চলাকালীন উত্তর-পূর্ব, ও দক্ষিণ-পশ্চিম দিকে কখনওই ঘুমোবেন না।

নব দম্পতিরা যে ঘরে থাকবেন সেই ঘরে কিংবা সেই ঘরের পাশে যেন কোনও সিড়ি না থাকে।

বিছানার চাদরের ক্ষেত্রে, হালকা রং বেছে নিন। গোলাপি, সাদা মেশানো যে কোনও হালকা রঙের  চাদর পাতুন। ধাতব ঘাট এড়িয়ে চলুন।

আরও পড়ুন-খারাপ সময় আসতে চলেছে, ইঙ্গিত দেয় এই স্বপ্নগুলি...

নব দম্পতিদের উত্তর-পূর্ব দিকের ঘর সবচেয়ে শুভ। আর যদি সেই দিকের সুবিধা না থাকে,দক্ষিণ দিকের ঘরে থাকুন।

কখনওই আপনার থাকার ঘরে কিংবা বারান্দাতে বনসাই, ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না।

কৃত্রিম ফুল না রেখে তাজা ফুল দিয়ে ঘর সাজান। এতে বিবাহিত জীবন আরও বেশি সুখকর হবে।