সংক্ষিপ্ত

আজ তথ্য রইল শনির অবস্থান প্রসঙ্গে। জেনে নিন জন্ম কুণ্ডলীতে শনির অবস্থার দুর্বল হলে ব্যক্তি জীবনে কী কী প্রভাব পড়ে। শাস্ত্র মতে, শনি দুর্বল হলে একাধিক রোগ বাসা বাঁধে আমাদের শরীরে। জেনে নিন কী কী। 

জ্যোতিষ শাস্ত্র অনুসারে গ্রহের অবস্থানের ওফর আমাদের জীবনে ভালো ও খারাপ সময় পরিবর্তীত হয়। শাস্ত্রে উল্লেখ আছে ৯টি গ্রহে। এই সকল গ্রহরা কোনও আমাদের জন্ম কুণ্ডলীতে দুর্বল স্থানে আছে তো কোনওটির অবস্থান শক্তিশালী। যে সকল গ্রহ দুর্বল, তাদের অশুভ প্রভাব পড়ে আমাদের জীবনে। আজ তথ্য রইল শনির অবস্থান প্রসঙ্গে। জেনে নিন জন্ম কুণ্ডলীতে শনির অবস্থার দুর্বল হলে ব্যক্তি জীবনে কী কী প্রভাব পড়ে। শাস্ত্র মতে, শনি দুর্বল হলে একাধিক রোগ বাসা বাঁধে আমাদের শরীরে। জেনে নিন কী কী। 

শাস্ত্র মতে, শনি গ্রহের অশুভ প্রভাব আমাদের শরীরে স্নায়বিক দুর্বলতা দেখা দেয়। আবার কারও কারও কুষ্ঠ ও বাতের মতো রোগ হতে পারে। পক্ষাঘাত, অর্শ, ক্ষয়, জ্বর হয় শনি গ্রহের অশুভ প্রভাবে। তেমনই দেখা দিতে পারে মেরুদন্ডের রোগ। তাই এমন একের পর এক শারীরিক জটিলতা দেখা দিতে কোষ্ঠীতে শনির অবস্থান সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে পারেন। 

শাস্ত্র মতে, ন্যায়ের দেবতা হলেন তিনি। কোষ্ঠিতে তিনি শীর্ষে থাকলে ব্যক্তি সব কাজে সফল হবেন। আর শনি দূর্বল থাকলে নানা রকম সমস্যা দেখা দেবে। জ্যোতিষ শাস্ত্রে কয়টি টোটকার উল্লেখ আছে। যা শনি গ্রহের স্থানকে মজবুত করে। মেনে চলতে পারেন ধুতরা ফুলের টোটকা। ধুতরা ফুলের মূল ধারণে কোষ্ঠীতে শনির অবস্থান পরিবর্তন হবে। জ্যোতিষ শাস্ত্রে, মূল ধারণের বিস্তর ভূমিকা আছে। হয়তো নানা কারণে কোনও কাজে সফল হচ্ছেন না। সেক্ষেত্রে ধুতুরা গাছের মূল ধারণ করতে পারেন। এতে উপকার পাবেন। তাই সকল দুর্ভোগ কাটতে মেনে চলুন এই ধুতুরা গাছের টোটকা। মূল ধারণ করে সকল জটিলতা থেকে মুক্তি পাবেন।

শনির দোষ থাকে অনেকের কোষ্ঠীতে। সেই দোষও কাটানো সম্ভব। এছাড়াও জ্যোতিষির পরামর্শ মেনে বিভিন্ন টোটকা মেনে চলতে পারেন। তেমনই রত্ন ধারণ করতে পারেন। রত্ন ধারণে সমস্যা থেকে মুক্তি পাবেন। শনি গ্রহের অবস্থান ঠিক হবে সঠিক রত্ন ধারণে। এ প্রসঙ্গে আপনার কোন রত্ন ধারণ করা উচিত এবং তা কখন ধারণ করবেন, সে প্রসঙ্গে জ্যোতিষের পরামর্শ নিন। বিস্তারিত না জেনে কোনও রত্ন ধারণ না করাই ভালো। শাস্ত্র মতে, শনি দুর্বল হলে হতে পারে একাধিক রোগ। কিন্তু সঠিক পদ্ধতি মেনে চললে এর প্রতিকার হওয়াও সম্ভব। 

আরও পড়ুন- মঙ্গলবার সন্ধেবেলা পুজো করুন নিম গাছকে, মিলবে সাতটি আশ্চর্য উপকার

আরও পড়ুন- বিয়ের আগে সঙ্গীর মন নয়, সম্পত্তির খবর নিতে পছন্দ করেন এই চার রাশি ছেলে মেয়েরা

আরও পড়ুন- কিছুতেই মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাচ্ছেন না? মেনে চলুন এই জ্যোতিষ টোটকা