Asianet News BanglaAsianet News Bangla

বাংলা বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর, জেনে নিন বিস্তারিত

বছরের দ্বিতীয় মাস জৈষ্ঠ্য। পাশাপাশি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের দ্বিতীয় মাস কর্কটরাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Jayistha how will affect on Cancer Zodiac according to astrology BDD
Author
Kolkata, First Published Jun 20, 2022, 8:41 AM IST

গ্রেগরীয় বর্ষপঞ্জির জৈষ্ঠ্য মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে জৈষ্ঠ্য মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "জৈষ্ঠ্য" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে জৈষ্ঠ্য মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। এই মাসে সন্ধ্যা বেলায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ওঠে। এই ঝড়ে মাঝে মাঝেই প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে।

কর্কট রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এরা সব সময় ছিমছাম ও বেহিসেবি হয়ে থাকে। ঠান্ডা জিনিস এদের প্রিয়। দিনের চেয়ে রাত বেশি প্রিয়। ব্যবসা বুদ্ধি জন্মগত, তাই চাকরির চেয়ে ব্যবসাতেই জাতক বেশি উন্নতি করে। স্বাস্থ্য খুব একটা মজবুত হয় না। বায়ুর প্রকোপ খুব বেশি। এই ব্যক্তিরা সচরাচর কল্পনা প্রিয়, শিল্পী, ভাবপ্রবণ ও রোম্যান্টিক ধরনের হয়ে থাকে। দোষের মধ্যে একটু খুঁতখুঁতে চঞ্চল ও ভীতু, সব বিষয়ে হুড়োহুড়ি করা ও চঞ্চল প্রকৃতির হয়।  হৃদরোগ, পেটের রোগ, মাথার রোগ, যক্ষ্মা, হাঁপানি হওয়ার প্রবণতা থাকে। ভ্রমণ বিলাসী ও বাবা মায়ের ভক্ত হয়। বিশেষ করে সাদা ও তরল দ্রব্যের, জলজ দ্রব্য বা খাদ্যদ্রব্যের ব্যবসা করলে খুব লাভবান হতে পারে। আত্মকেন্দ্রিক অথচ স্পর্শকাতর। বিলাসি অথচ আদর্শবাদী। তবে জেনে নেওয়া যাক জৈষ্ঠ্য মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর

আরও পড়ুন-  সারা মাসে অর্থাভাবে কাটতে পারে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

আরও পড়ুন- সম্পর্কে বিরহ যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর


কর্কট রাশির উপর জৈষ্ঠ্য মাসের প্রভাব কেমন থাকবে -
জৈষ্ঠ্য মাস কর্কট রাশির ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সেই সঙ্গে ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে। সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। এই মাসে কর্কট রাশির প্রেমের জীবন ভালোই থাকবে। এই রাশির ব্যক্তিদের নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। এই তবে কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। ঋণ গ্রহণ করতে হতে পারে। এই মাসে বিদেশে থাকা পুরনো কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। 

Follow Us:
Download App:
  • android
  • ios