সংক্ষিপ্ত

  • বাড়ির বাথ তৈরি করুন বাস্তু মেনে
  • নইলে অশুভ শক্তির প্রভাব পড়বে পরিবারে
  • শান্তি বজায় রাখতে বাস্তু মেনেই তৈরি করুন বাড়ি
  • কেনার সময়ও কয়েকটি বিষয় মাথায় রাখুন

বাড়ি তৈরি করার সময় অনেকেই বাস্তু মেনে তা তৈরি করার কথা ভাবেন না। নিজেদের মনের মতন করে সাজিয়ে তুলতে গিয়ে অজান্তেই বিপদ ডাকছেন নাতো! অধিকাংশ মানুষই এখন বাড়ি কিনে ফেলেন রেডিমেট, ফলেই বাস্তুর কথা তাদের পক্ষে মাথায় রাখা সম্ভব নয়। কিন্তু এমন পরিস্থিতিতে বাড়ির সুখ শান্তি নষ্ট হওয়ার থেকে ভালো তা জেনে নিয়ে যাচাই করে তবেই কিনে ফেলুন আপনার বাড়ি। নইলে বাড়তে থাকবে অশুভ শক্তির প্রভাব।

আরও পড়ুনঃ বিবাহে বিলম্ব! বাস্তু মেনে আটটি উপায় কাটিয়ে ফেলুন বিবাহের বাধা

বাড়িতে বাথরুমের সঠিক অবস্থান কী হতে পারে, জেনে নিনঃ 
১. কমোড বসান বাথরুমের নির্দিষ্ট দিকে। পশ্চিম, দক্ষিণ কিংবা উত্তর পশ্চিম দিকেই বসিয়ে ফেলুন কমোড। 
২. বাথরুম কখনই মাটির সঙ্গে লাগিয়ে বসানো উচিত নয়। তা অন্তত পক্ষে ১ থেকে ২ ফুট মেঝে থেকে উঁচুতে তৈরি করা উচিত।
৩. কমোড এ বসার সময় যেন উত্তর-পশ্চিম দিকে মুখ করে না বসতে হয় কোনও ব্যাক্তিকে।
৪. অনেকেরই শোওয়ার ঘরের সঙ্গেই বাথরুম থাকে। ফলে তাদের ক্ষেত্রে মাথায় রাখা উচিত বাথরুম যেন ঘরের পশ্চিম দিকে বানানো হয়।
৫. বাথরুমের ঢাল যেন পূর্ব ও উত্তরপূর্ব দিকে থাকে। মাথায় রাখতে হবে জল যেন পূর্ব বা উত্তর দিকেই গড়িয়ে যায়।