Asianet News BanglaAsianet News Bangla

রাখি পূর্ণিমার ঠিক একদিন আগে রাশি পরিবর্তন করবে মঙ্গল, এই ৬ রাশির মিলবে বাম্পার সুবিধা

জ্যোতিষশাস্ত্র অনুসারে, তিনি ১০ আগস্ট রাত ৯ টা বেজে ৩২ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে। এই রাশি পরিবর্তনের ফলে ৬ রাশি বাম্পার সুবিধা পেতে চলেছে। জেনে নিন কোন কোন রাশি আছে সেই তালিকায়।
 

Mars transit on 17 August these six zodiac will get bumper benefits BDD
Author
Kolkata, First Published Jul 21, 2022, 11:17 AM IST

১৮ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস ২০২২। এই মাস ১২ আগস্ট শেষ হবে। ভাই বোনের অটুট ভালোবাসার উৎসব রক্ষা বন্ধনও এই শ্রাবণ মাসেই পড়বে ১৭ আগস্ট । জ্যোতিষশাস্ত্র অনুসারে, রক্ষা বন্ধনের ঠিক একদিন আগে একটি বড় গ্রহ মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে। মঙ্গল ১০ আগস্ট মেষ রাশিতে যাত্রা করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, তিনি ১০ আগস্ট রাত ৯ টা বেজে ৩২ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে। এই রাশি পরিবর্তনের ফলে ৬ রাশি বাম্পার সুবিধা পেতে চলেছে। জেনে নিন কোন কোন রাশি আছে সেই তালিকায়।

বৃষ রাশি :   মঙ্গল গমনের কারণে এই রাশির জাতকরা শুভ ফল পাবেন। শত্রুরা পরাজিত হবে। আয় বাড়বে। বিনিয়োগের জন্য সময় ভালো। পুরনো বিবাদ মিটে যেতে পারে। আত্মবিশ্বাস বাড়বে।

কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি শুভ হবে । পুরনো ঋণ থেকে তারা মুক্তি পাবে। চাকরিতে অগ্রগতি হবে। আয় বাড়বে। কর্মক্ষেত্রে সবার সহযোগিতা পাবেন। পরীক্ষার্থীরা যারা প্রস্তুতি নিচ্ছে। তারা সুখবর পেতে পারে।

সিংহ রাশি :   এই রাশির জাতকদের জন্য মঙ্গল গ্রহের প্রভাব ফলদায়ক হবে । যে কাজই হোক এই মানুষগুলোই করবে। তারা সবকিছুতেই সফলতা পাবে। এই সময়ে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। তাদের শক্তি ও সাহস বাড়বে।

তুলা রাশি: মঙ্গল গমনের কারণে এই রাশির জাতকরা আকস্মিক আর্থিক লাভ পেতে পারেন। তারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক অবস্থা ভালো হবে। আইনি বিষয়ে সাফল্য পাবেন। 

আরও পড়ুন- শ্রাবণে কোন শিবলিঙ্গের পুজোয় কী ফল মেনে, জেনে নিয়ে তবেই ঠিক করুন

আরও পড়ুন- শ্রাবণের প্রথম সোমবার মীন রাশিতে তৈরি হচ্ছে গজকেশরী যোগ

আরও পড়ুন- শ্রাবণ মাসে এই শিবলিঙ্গে পুজো করলে দূর হয় অকালমৃত্যুর ভয়, জেনে নিন পুজোর নিয়ম


ধনু রাশি: কর্মক্ষেত্রে তারা প্রশংসিত হবেন । তাদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন মানুষের সঙ্গে দেখা হবে। এই বৈঠক ভবিষ্যতে উপকারী হবে।

কুম্ভ রাশি : কুম্ভ   রাশির মানুষের প্রেম জীবনে নতুন শক্তির যোগ হবে । নতুন যানবাহন বা ভবন আনন্দদায়ক হতে পারে।

Follow Us:
Download App:
  • android
  • ios