সংক্ষিপ্ত

পারিবারিক উন্নতি ঘটাতে ও আর্থিক জটিলতা দূর করতে এবার ভরসা রাখুন জ্যোতিষ টোটকার ওপর। আজ টিপস রইল আর্থিক উন্নতি নিয়ে। শুক্রবার পালন করুন এই পাঁচ টোটকা। কৃপা মিলবে মা লক্ষ্মীর। জেনে নিন কী কী করবেন।   

আর্থিক অনটন, আর্থিক ক্ষতি, আর্থিক বাধা-র মতো সমস্যায় প্রায়শই সমস্যা লেগে থাকে। এমন আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান সকলে। পারিবারিক উন্নতি ঘটাতে ও আর্থিক জটিলতা দূর করতে এবার ভরসা রাখুন জ্যোতিষ টোটকার ওপর। আজ টিপস রইল আর্থিক উন্নতি নিয়ে। শুক্রবার পালন করুন এই পাঁচ টোটকা। কৃপা মিলবে মা লক্ষ্মীর। জেনে নিন কী কী করবেন।   

শাস্ত্র মতে, বাড়ির মহিলাদের ঘরের লক্ষ্মী মনে করা হয়। শুক্রবার তাদের জন্য উপহার কিনে আনুন। উপহার পেয়ে সকলেই খুশি হন। এই দিন মেয়েদের খুশি করতে পারলে মিলবে উপকার। মেনে চলুন এই টোটকা। 
 
হিন্দু শাস্ত্র অনুসারে, সমুদ্রমন্থনে দেবীর উত্থান হয়েছিল। শাস্ত্রে উল্লেখ আছে মা লক্ষ্মী সাদা রঙ পছন্দ করেন। শুক্রবার দিন সাদা রঙের পোশাক পরুন। এতে দেবী প্রশন্ন হবেন। কৃপা মিলবে মা লক্ষ্মীর। শুক্রবার মেনে চলুন এই টোটকা। 

প্রতি শুক্রবার তুলসী পুজো করুন। এতে মা লক্ষ্মীর কৃপা মিলবে। প্রতি শুক্রবার পালন করুন এই টোটকা। তুলসী ও শালিগ্রামের পুজো করুন। এতে মিলবে মা লক্ষ্মীর কৃপা। মা লক্ষ্মীর কৃপা পেলে সকল জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। দূর হবে জীবনের সকল জটিলতা।  

শুক্রবার দিন মহিলারা আলতা পরুন। এটি শুভ বলে মনে করা হয়। এতে সংসারে উন্নতি হবে। মা লক্ষ্মী কৃপা মেলে এই শ্রী আচার পালনে। 

শুক্রবার দিন মহিলারা অশ্লীল কথা বলবেন না। কারও সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না। কোনও সমস্যায় অংশ নেবেন না। এতে সংসারে অমঙ্গল দেখা দিতে পারে।  

শাস্ত্রে রয়েছে একাধিক সমস্যা থেকে মুক্তির উপায়। আর্থিক জটিলতা থেকে মুক্তি পেতে, বাস্তুদোষ দূর করে, স্বাস্থ্যের উন্নতি ঘটাতে, পারিবারিক কলহ দূর করতে কিংবা যে কোনও সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলতে পারেন জ্যোতিষ টোটকা। প্রতিটি মানুষের জীবনে নানান সমস্যা লেগেই থাকে। সেই সকল সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলতে পারেন শাস্ত্র মত। শাস্ত্রে উল্লেখিত সমস্যা উপায় পালন করুন নিষ্ঠা ভাবে। এতে সকল সমস্যা থেকে মেলে মুক্তি। ঘটে উন্নতি। এবার দিন বুঝে লালন করুন টোটকা। প্রতি শুক্রবার পালন করুন এই সকল টোটকা।  এই এই পাঁচ টোটকা পালনে কৃপা মিলবে মা লক্ষ্মী। রইল বিশেষ উপায়ের হদিশ। 
  
 

আরও পড়ুন- মাথাব্যথা ও জরায়ুর সমস্যায় ভুগতে পারেন এই তারিখের জাতক জাতিকা, রইল সংখ্যাতত্ত্বের গণনা

আরও পড়ুন- শুক্রবার ৬ রাশির আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, দেখে নিন আপনার আজকের রাশিফল

আরও পড়ুন- আজ বিনায়ক চতুর্থী, জেনে নিন সিদ্ধিদাতা গণপতির পুজোর সময় ও পদ্ধতি