একদিন পর বুধ-সূর্যের মহামিলনে বুধাদিত্য রাজযোগ, কপাল খুলবে চার রাশিরবুধ ও সূর্যের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগের প্রভাবে বৃষ, কন্যা, তুলা ও মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি। চাকরি, ব্যবসা, আর্থিক অবস্থার উন্নতিসহ জীবনের নানা ক্ষেত্রে সাফল্য লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা।