সংক্ষিপ্ত

  • নানান সমস্য়া ও প্রতিকূলতা কাটিয়ে উঠে তবে সাফল্য লাভ সম্ভব হয়
  • তবে অনেকেই আছেন যাঁরা প্রতিনিয়ত বাধা বিপত্তির সম্মুখিন হয়েও জীবনে সফল নন
  • রাশি ভেদে নির্ধারণ করা থাকে কেমন হবে আমাদের কর্মজীবন 
  • ২০২০ সালে কেমন থাকবে ধনু রাশির কর্মজীবন জেনে নিন

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতি প্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- রবিবারের সারাদিন কেমন কাটবে, দেখে নিন রাশিফল

প্রতিটি মানুষেরই জীবনে সাফল্য পেতে বহু বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। নানান সমস্য়া ও প্রতিকূলতা কাটিয়ে উঠে তবে একজন ব্যক্তি সাফল্যের মুখ দেখেন। তবে এমন বহু ব্যক্তি আছেন যাঁরা প্রতিনিয়ত বাধা বিপত্তি সম্মুখিন হয়েও জীবনে সফল হতে পারছেন না। জ্যোতিষশাস্ত্রের মতে, ভাগ্য অনুযায়ী জীবনে নানা ঘটনা বা বিভিন্ন অনুকূল ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। রাশি ভেদে আমাদের ভাগ্যে নির্ধারণ করা থাকে আমাদের কর্মজীবন কেমন হবে। 

আরও পড়ুন- নতুন বছরে বাস্তুর নিয়ম মেনে কীভাবে বাড়ি তৈরি করবেন, জেনে নিন

আমাদের জীবনে নানা ধরনের শুভ বা অশুভ ঘটনা, যা আমাদের ভাগ্যে পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে তা জানা যায় এক মাত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে। রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকাদের বিষয় সম্পত্তিতে আসক্তি কম। এদের জীবনের প্রথম দিকে প্রচুর বাধা বিপত্তি আসলেও তা কেটে যায়। এই রাশির প্রায়ই অর্থাভাব দেখা যায়। এরা খুবই ব্যক্তিত্বসম্পন্ন। তাই অন্যের অধীনে কাজ করতে অসুবিধে ভোগ করতে হয়। সেভাবেই জেনে নেওয়া যাক, ২০২০ সালে ধনু রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন হবে।

আরও পড়ুন- বাস্তু মেনে কীভাবে নতুন বছর শুরু করবেন, জেনে নিন

এই বছর আপনার পেশাগত জীবনের জন্যে বেশ ভালো। যদি কোনও নতুন কাজ শুরু করতে চান তাহলে আপনি এই বছর করতে পারেন। আপনার কাজের সুনাম হবে আর আপনি কর্মস্থলে যোগ্য সম্মান পাবেন। এই বছর আপনি যত বেশী পরিশ্রম করবেন তত বেশী অর্থ লাভ করবেন। অসম্পূর্ণ থাকা কোনও কাজ এই বছর সম্পূর্ণ করতে পারবেন। ২০২০ সালে আপনি আপনার করা কাজের যোগ্য মর্যাদা পাবেন। তবে বছরের শেষের দিকে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে এমন কোনও কাজে জড়িয়ে পরবেন না যার ফলে আপনার কর্মস্থলে সম্মানহানি হতে পাবে। তাই যে কোনও কাজ বা কারও বিষয়ে কোনও মন্তব্য করার আগে চিন্তা ভাবনা করে তবে মন্তব্য করুন।