সংক্ষিপ্ত

দেব দেবীর আরাধনার (Worship) শেষে আরতি করা হয় সকল পুজো। শাস্ত্রে আরতির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যে কোনও পুজো সম্পন্ন করতে আরতি করা আবশ্যক। আজ জেনে নিন কেন যে কোনও পুজোয় আরতি করা হয়।

যে কোনও পুজোর গুরুত্বপূর্ণ অংশ হল আরতি (Aarti)। দেব দেবীর আরাধনার (Worship) শেষে আরতি করা হয় সকল পুজো। শাস্ত্রে আরতির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পুজোর মন্ত্র পাঠের পর প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয়। প্রদীপ ছাড়াও ধূপ ও ধুনো জ্বালানো হয়ে থাকে। প্রদীপ চক্রাকারে দেব মূর্তির (Idol) সামনে ঘোরানো হয় আরতি করার সময়। যে কোনও পুজো সম্পন্ন করতে আরতি করা আবশ্যক। আজ জেনে নিন কেন যে কোনও পুজোয় আরতি করা হয়। আরতির কী গুরুত্ব রয়েছে।   

শাস্ত্র মতে, আরতি করলে পুণ্যলাভ হয়। আরতির (Aarti) সময় শঙ্খ ও ঘন্টা বানানো হয়। এই শবব্দ মন শান্ত করে। সঙ্গে আরাধ্য দেবতার সঙ্গে একাত্ম্য হতে সাহায্য করে। তাই পুজোয় আরতির ভূমিকা বিস্তর। যে কোনও পুজোর শেষে আরাধ্য দেবতার (Idol) আরতি করুন। 
 
আরতির সময় তুলো, ঘি, কর্পূর ব্যবহার করা হয়। তুলো দিয়ে তৈরি সলতে-তে ঘি দেওয়া হয়। তা জ্বালিয়ে দেবতার আরাধনা করা হয়। অন্য দিকে, কর্পূর জ্বালিয়েও আরতি করা হয়। এছাড়াও পুজোর সময় ফুল (Flower) ও চন্দন ব্যবহার হয়। শাস্ত্র মতে, এই সব জিনিসের ব্যবহারে মন শান্ত হয়। মানসিক শান্তি মেলে আরতি করলে। 

ঘরে বাস্তুদোষ থাকলে সব রকম উন্নতিতে বাধা দেয়। বাচ্চার পড়ায় অমনযোগিতা, দাম্পত্য কলহ, আর্থিক ক্ষতি এমনকী সব রকম উন্নতিতে বাধা হতে পারে বাস্তুদোষের জন্য। এই বাস্তুদোষ দূর হয় আরতিতে। পুজোর (Worship) সময় যে আরতি করা হয়, তাতে দূর হয় বাস্তুদোষ। তাই ঘরের সকল নেতিবাচক এনার্জি দূর হয় আরতি করলে। 

আরতি শেষে সেই তাপ ভক্তরা মাথায় ঠেকান। মনে করা হয়, ঈশ্বরের আশীর্বাদ (Blessing)  পাওয়া যায় এই তাপ নিলে। আগুন অতি পবিত্র পুজোর উপকরণ। পুজোর সময় এই পবিত্র আগুন দেবমূর্তির সামনে ঘোরানো হয়। আরতি শেষে এই তাপ আমরা মাথায় ঠেকাই। ঈশ্বরের আশীর্বাদ পেতে আরতি করুন।  

সঙ্গে আর্থিক বৃদ্ধি হয় আরতি করলে। সব পুজোয়, দেব-দেবীর আরাধনার সময় আরতি করা হয়। মনে করা হয়, বাড়িতে আরতি করলে দেবদেবীর কৃপা পাওয়া যায়, তাদের আশীর্বাদ মেলে। দেবতার আশীর্বাদে আর্থিক উন্নতি ঘটে। সঙ্গে দেব দেবীকে শ্রদ্ধা জানানো হয় আরতির মধ্য দিয়ে। শাস্ত্র মতে, দেবতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সহজতম উপাদান হল আরতি।     

আরও পড়ুন: এই তিন ভুলে হতে পারে অমঙ্গল, ঘুম থেকে উঠে এই কাজ করবেন না, জেনে নিন কী কী

আরও পড়ুন: খাবার টেবিল রাখুন বাস্তু মেনে, জেনে নিন কোন দিকে খাবার খেলে সুস্বাস্থ্য বজায় থাকবে

আরও পড়ুন: মহাশিবরাত্রিতে মনের প্রতিটি ইচ্ছে পূরণে, এই দিনে রাশি অনুযায়ী পালন করুন এই নিয়মগুলি