সংক্ষিপ্ত

ছেলে-মেয়ে নির্বিশেষ অনেকেই রান্না (Cooking) করতে পছন্দ করেন। সুযোগ পেলেই ঢুকে যান রান্না ঘরে। ইন্টারনেট (Internet) ঘেঁটে নতুন নতুন রেসিপি তৈরি করেন। নতুনত্ব পদ বানাতে পছন্দ করেন। জ্যোতিষ (Astrology) মতে চার রাশির জাতক-জাতিকারা রান্নায় দক্ষ হন। এবার রাশি দেখে বুঝতে পারবেন কারা রান্নায় (Cooking) পটু হন। 

ছেলে-মেয়ে নির্বিশেষ অনেকেই রান্না (Cooking) করতে পছন্দ করেন। সুযোগ পেলেই ঢুকে যান রান্না ঘরে। ইন্টারনেট (Internet) ঘেঁটে নতুন নতুন রেসিপি তৈরি করেন। নতুনত্ব পদ বানাতে পছন্দ করেন। আবার অনেকে এক্সপেরিমেন্ট (Experiment) চলে বিভিন্ন পদ নিয়ে। পিঠের মতো মিষ্টি পদে যোগ করে ঝাল স্বাদ, আবার কখনও বানান সিঙারার মতো ঝাল পদে বানান মিষ্টি স্বাদের। সে যাই হোক, জ্যোতিষ (Astrology) মতে চার রাশির জাতক-জাতিকারা রান্নায় দক্ষ হন। এবার রাশি দেখে বুঝতে পারবেন কারা রান্নায় (Cooking) পটু হন। 

মেষ রাশি
মেষ রাশির (Aries) মেয়েরা রান্নায় পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করে। এদের স্বভাব খুব মজার হয়। এরা রান্না খুব উপভোগ করে। সুস্বাদু খাবার বানিয়ে কাউকে খাওয়ালে তৃপ্তি পান। এর ফলে খুব দ্রুত মানুষের মন জয় করতে পারে। এরা নতুন নতুন পদ বানাতেও খুবই পছন্দ করেন। 

কর্কট রাশি
কর্কট রাশির (Cancer) মেয়েরা যখন কাউকে ভালোবাসেন, তখন সব উৎসর্গ করে থাকেন। স্বামী ও শ্বশুরবাড়িকে খুশি রাখার আপ্রাণ চেষ্টা করেন। এরা গৃহস্থলীর কাজ তেমন পছন্দ না করলেও, রান্না (Cooking) করতে খুবই ভালোবাসেন। কর্কট রাশির জাতক জাতিকারা রান্নায় দক্ষ হন। এতের হাতের রান্না খুবই সুস্বাদু হয়ে থাকে। এরা স্বামীর জন্য ভাগ্যবান বলে মন করা হয়। 

কন্যা রাশি
কন্যা রাশির (Virgo) মেয়েরা একটু আবেগ প্রবণ হয় এবং তাদের দায়িত্ব খুব ভালোভাবে পালন করে। এর সম্পর্কের (Relationship) প্রতি যথেষ্ট যত্নবান হয়। তারা প্রিয়জনকে ভালো খাবার খাওয়াতে পছন্দ করে থাকেন। কন্যা রাশির জাতক জাতিকাদের রান্না খুবই সুস্বাদু হয়। এরা অত্যন্ত নিখুঁত হয়। কন্যা রাশির জাতক জাতিকারা  রান্নায় (Cooking) দক্ষ হয়ে থাকে। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির (Aquarius) ছেলে ও মেয়েরা খুব বুদ্ধিমান হয়। এরা সৎ ও সংস্কৃতির প্রতি দায়িত্ববান হয়। এরা খুব সুস্বাদু রান্না করে। এরা প্রিয়জনকে ভালো খাবার খাওয়াতে পছন্দ করে থাকেন। এরা রান্না নিয়ে এক্সপেরিমেন্ট (Experiment) করতে পছন্দ করে। নতুন নতুন পদ বানিয়ে থাকেন এরা। সকলের মন জয় করতে ভালো পদ বানাতে পছন্দ করেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। জ্যোতিষ মতে, এই চার রাশির (Zodiac Signs) জাতক-জাতিকারা রান্নায় দক্ষ হয়ে থাকে।

আরও পড়ুন: দেব পুজোয় আরতির ভূমিকা বিস্তর, জেনে নিন পুজোর সময় কেন আরতি করা হয়

আরও পড়ুন: এই তিন ভুলে হতে পারে অমঙ্গল, ঘুম থেকে উঠে এই কাজ করবেন না, জেনে নিন কী কী

আরও পড়ুন: খাবার টেবিল রাখুন বাস্তু মেনে, জেনে নিন কোন দিকে খাবার খেলে সুস্বাস্থ্য বজায় থাকবে