সংক্ষিপ্ত
- নব-দম্পতিদের জন্য় উত্তর-পূর্ব দিকের ঘর শুভ হবে
- বিছানার চাদরের ক্ষেত্রে, হালকা রঙ বেছে নিন
- ঘরে বনসাই বা ক্য়াকটাস জাতীয় গাছ রাখবেন না
- মাটির নিচের জলের ট্য়াঙ্ক দক্ষিণ-পূর্ব দিকে রাখবেন না
শহরে এখন চলছে বিয়ের মরসুম। আর এই মুহূর্তে বাস্তুর কয়েকটি নিয়ম মেনে চললে নব দম্পতি জীবন আরও সুখকর হবে। এড়িয়ে চলা যাবে দাম্পত্য় কলহ , বিচ্ছেদ কিংবা ডিভোর্স। তাহলে জেনে নিন, বাস্তুর নিয়ম মেনে ঠিক কী কী করলে বৈবিবাহিক জীবন আর সুন্দর হয়ে উঠবে-
আরও পড়ুন, বাস্তুর নিয়ম মেনে অতিথি কক্ষ সাজান, পরিবারের ভাগ্য় বদলান
১। সবার আগের বাড়ির বাস্তু দোষ কাটান। বাড়িকে নতুন রঙ করার পাশাপাশি কী রঙ করবেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ।
২। সবার প্রথমে বাড়ির মাটির নিচের জলের ট্য়াঙ্ককে দক্ষিণ-পূর্ব দিক থেকে সরিয়ে রাখুন।
৩। বিবাহিত মেয়েদের ক্ষেত্রে, ঋতুচক্র চলাকালীন উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম দিকে কখনই ঘুমোবেন না।
৪। নব-দম্পতিরা যে ঘরে থাকবেন, সেই ঘরে কিংবা তার আশেপাশে যেন কোনও সিড়ি না থাকে।
আরও পড়ুন, কোন বিষয়ে আসক্তি আপনার, জেনে নিন রাশি অনুযায়ী
৫। বিছানার চাদরের ক্ষেত্রে, হালকা রঙ বেছে নিন। গোলাপি, সাদা মেশানো যেকোনও হালকা রঙ-এর চাদর পাতুন। ধাতব খাট এড়িয়ে চলুন।
৬। নব-দম্পতিদের জন্য় উত্তর-পূর্ব দিকের ঘর সবচেয়ে শুভ হবে। যদি সেই সুবিধা না থাকে, দক্ষিণ দিকের ঘরে থাকা শুরু করুন।
৭। কখনও আপনাদের ঘরে কিংবা বারান্দাতেও বনসাই বা ক্য়াকটাস জাতীয় গাছ রাখবেন না।
৮। কৃত্রিম ফুল না রেখে, তাজা ফুল দিয়ে ঘর সাজান। এতে আপনাদের বিবাহিত জীবন আরও সুখকর হবে।