সংক্ষিপ্ত
- রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ
- এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র
- জীবনের শুভ বা অশুভ ঘটনা, যা আমাদের ভাগ্যে পূর্ব নির্ধারিত হয়ে থাকে
- জীবনে রাশিফল গুরুত্বপূর্ণ ভূমিকা বলে মনে করেন জ্যোতিষীরা
রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আমাদের জীবনের বিভিন্ন শুভ বা অশুভ ঘটনা, যা আমাদের ভাগ্যে পূর্ব নির্ধারিত হয়ে থাকে তা জানা যায় একমাত্র জ্যোতিষশাস্ত্র থেকেই। তাই কোনও ব্যক্তির জীবন কেমন কাটবে, সেই ব্যক্তির ব্যক্তিত্ব, তার স্বভাব, কর্মজীবন সম্বন্ধে ধারণা করা যায়, সেই ব্যক্তির রাশি ও জন্ম সময়, তারিখ-সহ যাবতীয় তথ্য জানা থাকলেই। কোনও ব্যক্তির জীবনে রাশিফল গুরুত্বপূর্ণ ভূমিকা বলে মনে করেন জ্যোতিষীরা। জেনে নেওয়া যাক বৃষ রাশি ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে।
যেহেতু বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, তাই যদি শুক্র অশুভ ফল দেয় তবে চাকরির উন্নতিতে বাধা সৃষ্টি হয়।
আরও পড়ুন- ছয়মুখী রুদ্রাক্ষের গুনাগুন ও ধারণের ফলাফল
আরও পড়ুন- ঋণ থেকে সহজেই মুক্তি পান, জেনে নিন কিছু নিয়ম
বৃষ রাশির জাতক জাতিকারা উপার্জন করার তাগিদ থাকে কেবলমাত্র বিলাসীতার কারনে।
এই রাশির ব্যক্তিদের অতিরিক্ত ব্যয় এবং বিলাসীতার বিষয় সংযত হওয়া প্রয়োজন।
নিজের প্রতিভায় এরা সবার উপরে অধিপত্য বিস্তারে সক্ষম হয়।
এদের জীবনে উত্থাণ পতন খুব কম।
এদের স্মৃতিশক্তি প্রবল সেই সঙ্গে এরা খুব আত্মবিশ্বাসী।
কর্মক্ষেত্রে বাধা থাকলেও এরা সহজেই তা কাটিয়ে উঠতে পারে।
ব্যবসার দিকেও এরা সহজেই সাফল্য লাভ করে
অদের ব্যয় অত্যাধিক হওয়ার কারণে অর্থভাগ্য মধ্যম থাকে।
এদের জীবনে প্রচুর ভালো সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারে না।