• All
  • 4508 NEWS
  • 405 PHOTOS
  • 192 VIDEOS
5105 Stories by amartya lahiri

অনাকাঙ্খিত হোয়াটসঅ্যাপ গ্রুপ কি বিরক্তির কারণ! এল মুক্তির পথ

Apr 28 2019, 11:27 AM IST

বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। অথচ এই মোবাইল অ্যাপের গ্রুপ ফিচারটি অনেকের কাছেই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। না চাইতেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে যাচ্ছে নাম। আর তারপর থেকে অনেকেরই প্রতি মুহূর্তে বোকা বোকা জোকস থেকে অখাদ্য কবিতা, কখনও বা ন্যাকা ন্যাকা গুডমর্নিং-গুডনাইট মেসেজ পেয়ে জীবন ওষ্ঠাগত হওয়ার জোগার। সম্প্রতি এই অসহায় অবস্থা থেকে মুক্তির একটা রাস্তা মিলেছে। হোয়াটসঅ্যাপ সংস্থা গ্রুপ ফিচারে একটি নতুন বিুকল্প যোগ করেছে।

Top Stories