প্রেমের সম্পর্ক হোক বা দাম্পত্যের। বিশ্বাস আর ভালোবাসা এই সম্পর্কগুলোর ভিত। সেখানে চিড় ধরার অর্থ তাসের ঘরের মত প্রেমজীবন ভেঙে পড়া। পয়লা অগাস্ট থেকে সাতই অগাষ্ট কেমন থাকবে ১২ টি রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক, জানালেন প্রয়াত প্রখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালার ছেলে চিরাগ দারুওয়ালা।