বিনো দুনিয়ায় লেটেস্ট খবর অনুযায়ী, খুব শীঘ্রই ফের নেহা বাসিন ও রেশমি দেশাইকে একস্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। টিনসেল টাউন সুত্রের খবর, একটি অ্যালবামে নেহা আর রেশমিকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। দুইয়ের মিলনে যে মিউজিক ভিডিও অ্যালবাম তৈরি হয়েছে তার নাম "পরওয়া"।