জয়নগরে নাবালিকা ছাত্রীর নিথর দেহ উদ্ধারের পর উত্তপ্ত গোটা এলাকা। পুলিশি নিষ্ক্রিয়তার উপরেও উঠছে প্রশ্ন। রবিবার একটি জনসভায় সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও সরব হলেন এই বিষয়ে। কী বললেন দেখুন।
হঠাৎ করে রবিবার দিন সকালবেলা দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কশতলার নদী বাঁধে ১০০ মিটার ধস নিয়ে নেমে যায়। নিম্নচাপের জেরেই এই বিপর্যয়। বেলা বাড়ার সঙ্গে জোয়ার উঠলে নোনা জল ধানের চাষের জমিতে ঢুকে যাওয়ার আশঙ্কা।
অতিক্রম হলো জুনিয়র চিকিৎসকদের অনশনের ১৪ ঘণ্টা। প্রশাসনের পক্ষ থেকে আসেনি এখনও কোনো রকমের প্রতিক্রিয়া। রবিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়র ডাক্তাররাও অনশনে বসতে চলেছে।
কুলতলীতে (Kultali) নাবালিকা ছাত্রীর নিধর দেহ পাওয়ার পর গোটা এলাকায় অশান্তির ছায়া। পুলিশ জনরোষের মুখে পড়ে। পুলিশ থানায় আক্রমণ করা হয় বলে অভিযোগ পুলিশের। আজও কুলতলীর রাস্তায় নামলেন একাধিক মানুষ বিচারের দাবিতে।
কুলতলীতে নাবালিকা ছাত্রীর নিধর দেহ পাওয়ার পর গোটা এলাকায় অশান্তির ছায়া। পুলিশ জনরোষের মুখে পড়ে। পুলিশ থানায় আক্রমণ কড়া হয় বলে অভিযোগ পুলিশের। তাই রবিবার সকাল থেকেই এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশের কড়া টহল।
শনিবার সকাল থেকেই উত্তপ্ত জয়নগরের কুলতলি। এক নাবালিকা ছাত্রীর নিথর দেহ উদ্ধার হতেই জনতা ফেটে পড়ে বিক্ষোভে। সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পুলিশি নিষ্ক্রিয়তাকে ধিক্কার জানানোর পাশাপাশি মমতাকে একহাত নিলেন দিলীপ ঘোষ।
শনিবার সকাল থেকেই উত্তপ্ত জয়নগরের কুলতলি। এক নাবালিকা ছাত্রীর নিথর দেহ উদ্ধার হতেই জনতা ফেটে পড়ে বিক্ষোভে। বিকালে জয়নগরের নাগরিকবৃন্দের পক্ষ থেকে জয়নগর থানায় ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়।
জুনিয়র চিকিৎসকদের তরফে একাধিকবার আসিস পান্ডে সহ একাধিক জনের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তুলেছেন। আরজি কর কাণ্ডের পর থ্রেট কালচারের বিষয়ে খতিয়ে দেখেন হাসপাতাল কর্তৃপক্ষ। ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন জুনিয়র ডাক্তাররা।
জয়নগরের কুলতলির এক নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন। এর জেরে ক্ষোভে ফেটে পড়েন জনসাধারন। ঘটনাস্থলে জয়নগরের এমপি আসলে তাঁকে জনসাধারণ জুতো তুলে প্রতিবাদ করেন। চলে ‘গো ব্যাক’ স্লোগানও। পুলিশকে ঘিরেও চলে তীব্র বিক্ষোভ।
শুক্রবার এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিল ছিল। সেই মিছিল ধর্মতলা আসতেই অভিযোগ পুলিশ দুই জুনিয়র ডাক্তারদের গায়ে হাত তোলে। এতে ক্ষুধ ডাক্তাররা। ২৪ ঘন্টা সময় নির্ধারিত করা হলো দশটি দাবি নিষ্পত্তি করবার জন্য সরকারকে।