সনু সুদ মানেই এখন আবেগ। ভালত্বের এক অহংকার বলা যেতে পারে। বিশেষ করে অতিমারির সঙ্কটে যেভাবে তিনি গরীব এবং অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তা আজ এক ব্যাপকতা লাভ করেছে। সনু তাই রিল লাইফের খলনায়ক হলেও রিয়্যাল লাইফে এক নায়ক, যাঁকে সম্মান জানাচ্ছেন আসমুদ্র হিমাচল।