বুধবার ফের বৃষ্টির পূর্বাভাস শুধুই উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩১ তারিখ থেকে দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশকিছু জেলায় তাপপ্রবাহের সর্তকতা।
সোমবারও আকাশে মেঘ জমে রয়েছে কলকাতা-সহ বঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা-থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।