সম্প্রতি ইনস্টাগ্রামে রিল ভিডিও শেয়ার করেছেন শ্রাবন্তী। রিল ভিডিওতে নববধূর বেশে নিজেকে মেলে ধরেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । শ্রাবন্তীর পোস্ট করা ভিডিওতে জ্বলজ্বল করছে সিঁথির সিঁদুর, হাতে শাখা-পলা, লাল বেনারসি শাড়ি, মাথায় মুকুট, একেবারে যেন নতুন কনে। শ্রাবন্তীর পোস্ট করা ভিডিওতে সিঁথির সিঁদুর দেখেই ধেয়ে এসেছে কটাক্ষ। নেটিজেনরা অভিনেত্রীকে সিঁদুর পরতে দেখেই বাঁকা মন্তব্য করেছেন। নেটিজেনরা একজন শ্রাবন্তীকে কমেন্টে জানিয়েছেন 'এই সিঁদুরটা আবার কার জন্য ?' অনেকে আবার শ্রাবন্তীকে খোঁচা দিয়ে বলেছেন কিছু দিন মজা করার পর আবার ডিভোর্স। যদিও শ্রাবন্তী ট্রোলিংকে একদমই পাত্তা দিচ্ছেন না। তিনি নিজের মতো করে রিল ভিডিওতে পোজ দিয়েছেন।