শীঘ্রই মুক্তি পেতে আমির খানের বহু প্রতীক্ষিত ছবি লাল সিং চড্ডা। প্রায় ৪ বছর পর আবার সিলভাই স্ক্রিনে ধরা দিতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। চরিত্র থেকে বিষয়, কিংবা প্রচারের কায়দা, সবেতেই একাধিক চমক রেখেছেন আমির খান। এবার প্রচারে ও এক নয়া চমক নিয়ে হাজির তিনি।