• All
  • 21366 NEWS
  • 1782 PHOTOS
  • 4397 VIDEOS
27545 Stories by Web Desk - ANB

Abu Dhabi GP: ফর্মুলা ওয়ানে টানটান উত্তেজনা, লাস্ট ল্যাপে হ্যামিলটনকে হারালেন ভেরস্তাপেন

Dec 12 2021, 10:48 PM IST

টান টান উত্তেজনার মধ্যে শেষ হল আবু ধাবি গ্র্যান্ড প্রিক্স। একেবারে শেষ ল্যাপে শীর্ষ প্রতিদ্বন্দ্বী লুইস হ্যামিল্টনকে পরাজিত করে, তাঁর কেরিয়ারের প্রথম ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন ম্যাক্স ভার্স্তাপেন। মার্সিডিজকে হারিয়ে দেয় রেড বুল। মার্সিডিজ দল অবশ্য এই প্রতিযোগিতার ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। দুই দলই এখন স্টুয়ার্ডদের কাছে রিপোর্ট করবে বলে জানা গিয়েছে। এই রেসের আগে দুই প্রতিযোগিরই পয়েন্ট সমান ছিল। তবে মরসুমের একেবারে শেষ ল্যাপে ভার্স্তাপেন তার শীর্ষ প্রতিদ্বন্দ্বী লুইস হ্যামিল্টনকে দ্বিতীয় স্থানে ঠেলে দেন। একেবারে শেষ মুহূর্তে ইয়াস মেরিনাতে রেড বুল দলের জয়ে, স্বাভাবিকভাবেই মেজাজ হারায় মার্সিডিজ দল। 

Top Stories