সংক্ষিপ্ত
Affordable Bike in India: মেগা আপডেট বাইকপ্রেমীদের জন্য। বিশাল মাইলেজ নিয়ে বাজার কাঁপাচ্ছে এই বাইকটি।
Affordable Bike in India: দেশের মধ্যে সবথেকে বেশি বিক্রি হওয়া বাইকগুলির মধ্যে অন্যতম সেরা হল এই মডেলটি। যার নাম হন্ডা শাইন (Honda Shine)। এই সিরিজের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। একটি হল Honda Shine 100 এবং Honda Shine 125।
কিন্তু যারা কম বাজেটে বাইক কিনতে চাইছেন, তাদের জন্য সেরা অপশন হতে পারে হন্ডা শাইন ১০০। কারণ, বাইকটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৬৬,৯০০ টাকা থেকে।
ভারতের বাজারে (Indian Market) এই মডেলটি কার্যত দাপিয়ে বেড়াচ্ছে। মূলত, Hero Splendor Plus-এর সঙ্গে টক্কর দিতেই এটিকে বাজারে আনে হন্ডা। সবথেকে বড় বিষয় হল যে, সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে বাইকপ্রেমীদের কাছে (cheapest bike in India with best mileage)।
কারণ, একাধিক ফিচার রয়েছে বাইকটিতে। হন্ডা শাইন ১০০-তে রয়েছে একটি ৯৮.৯৮ সিসির এয়ার-কুলড ইঞ্জিন (Engine)। যেটি চালিত হয় ৭.৩৮ পিএস দ্বারা এবং সঙ্গে ৭৫০০ RPM শক্তি উৎপাদন করে (affordable bikes in India 2025)।
তাছাড়া একটি ৯ লিটারের জ্বালানী ট্যাঙ্কও রয়েছে এবং মাইলেজ দিচ্ছে ৫৫কিমি/লিটার। তাছাড়া এটিতে একটি ৪ স্পিড গিয়ার বক্স (4 Speed Gear Box) রয়েছে। শুধু তাই নয়, বাইকটির ডিজাইন খুবই সাধারণ রেখেছে সংস্থাটি। কিন্তু বেশ সুন্দর গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। স্বাভাবিকভাবেই, মডেলটির লুকটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
অন্যদিকে, বাইকটির ওজনও বেশ হালকা রাখা হয়েছে। এটির ওজন ১১২ কিলোগ্রাম। সবথেকে বড় বিষয়, লম্বা সিট রয়েছে এই মডেলটিতে। একাধিক ফিচারের মধ্যে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল ফ্রন্ট এবং ড্রাম ব্রেক। ফলে, বাইকটিকে চালকের (Bike Rider) কন্ট্রোল করতেও অনেকটা সুবিধা হয়।
নিঃসন্দেহে, সাশ্রয়ী দামের মধ্যেই এই দুর্দান্ত বাইকটি পেয়ে যেতে পারেন গ্রাহকরা। কারণ, মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৬৬,৯০০ টাকা থেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।