- Home
- Auto
- Ather Rizta: মাত্র ২০ মাসে ২ লক্ষ ইউনিট বিক্রির রেকর্ড! ভারতে ব্যাপক চাহিদা এই ইলেকট্রিক স্কুটির
Ather Rizta: মাত্র ২০ মাসে ২ লক্ষ ইউনিট বিক্রির রেকর্ড! ভারতে ব্যাপক চাহিদা এই ইলেকট্রিক স্কুটির
Ather Rizta: সম্প্রতি লঞ্চ হওয়া একটি ইলেকট্রিক স্কুটার অ্যাথার রিজটা মাত্র ২০ মাসের মধ্যে ২ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। কার্যত, নয়া রেকর্ড স্পর্শ করে ফেলেছে এই মডেলটি।
14

Image Credit : our own
সেরা ইলেকট্রিক স্কুটার?
মাত্র ২০ মাসের মধ্যে ২ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। সম্প্রতি লঞ্চ হওয়া একটি ইলেকট্রিক স্কুটার অ্যাথার রিজটা কার্যত, নয়া রেকর্ড স্পর্শ করে ফেলেছে।
24
Image Credit : our own
দেশের সেরা ৩টি ব্র্যান্ডের মধ্যে একটি
দিনদিন ইলেকট্রিক স্কুটারের চাহিদা বাড়ছে। এই স্কুটারের সাফল্য এথারকে দেশের সেরা ৩টি ব্র্যান্ডের মধ্যে একটি করে তুলেছে।
34
Image Credit : ather energy
২টি ট্রিম এবং ৪টি ভ্যারিয়েন্ট
দেশজুড়ে মোট ৫২৪টি ডিলারশিপ রয়েছে। এথার রিজ়টা ২টি ট্রিম এবং ৪টি ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে গ্রাহকদের জন্য। ২.৯ kWh ব্যাটারিতে ১২৩ কিমি ও ৩.৭ kWh ব্যাটারিতে ১৫৯ কিমি রেঞ্জ দেয়।
44
Image Credit : Google
এক্স-শোরুম দাম কত?
এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১.১৫ লক্ষ টাকা থেকে। আর সেই মডেলই মাত্র ২০ মাসের মধ্যে ২ লক্ষ ইউনিট বিক্রির রেকর্ড ছুঁয়ে ফেলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos

