সংক্ষিপ্ত
Auto News: গাড়ি শিল্পে কি নতুন জোয়ার? এবার একাধিক নতুন মডেল নিয়ে বাজারে আসছে মারুতি সুজুকি (Maruti Suzuki)।
Auto News: টাটা মোটরসের (TATA Motors) আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতেই এবার প্রস্তুত এই বহুজাতিক সংস্থাটি। বিশেষ করে এসইউভি এবং ইভি মডেলগুলির ক্ষেত্রে চমক দিতে চলেছে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (MSIL)।
আগামী বছরগুলিতে বেশ কিছু নতুন মডেল বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের। কার্যত, SUV এবং EV সেগমেন্টে টাটার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতেই এই পরিকল্পনা বলে মত বিশেষজ্ঞদের।

কোন মডেলগুলি আসছে?
১. মারুতি ইলেকট্রিক ভিটারা
মারুতি ই-ভিটারা হল একটি ইলেকট্রিক এসইউভি। যে মডেলটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শোরুমে আসতে চলেছে। গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি জানিয়েছে, তাদের প্রথম ইলেকট্রিক গাড়িটিতে থাকবে দুটি ব্যাটারি প্যাক। একটি হল 49kWhম যা 144 bhp শক্তি উৎপাদন করতে পারে এবং অন্যটি 61kWh, যেটি 174 bhp শক্তি প্রদান করে থাকে। হায়ার ভেরিয়েন্টগুলি ডুয়াল মোটর এবং অল-হুইল ড্রাইভের সঙ্গে পাওয়া যাবে। শুধু তাই নয়, তার সঙ্গে বড় ব্যাটারি প্যাকও অন্তর্ভুক্ত রয়েছে। মারুতি সুজুকির দাবি, ইলেকট্রিক ভিটারা একবার চার্জ দিলে ৫০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে পারবে।
২. মারুতি গ্র্যান্ড ভিটারা ৭-সিটার
মারুতি গ্র্যান্ড ভিটারা চলতি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বাজারে লঞ্চ হতে পারে। গাড়ি বিশেষজ্ঞদের মতে, এই গাড়িটি ৭-সিটার এসইউভি মাহিন্দ্রা XUV700, হুন্ডাই অ্যালকাজার এবং টাটা সাফারির সঙ্গে জোরালো প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। পাওয়ারট্রেন, ইন্টেরিয়র, একাধিক ফিচার এবং ডিজাইনের সঙ্গে বাজারে আসতে চলেছে মডেলটি।
৩. মারুতি ব্যালেনো
আসন্ন ২০২৬ সালে নতুন একাধিক আপডেটের সঙ্গে মারুতি ব্যালেনো হাইব্রিড মডেলটি লঞ্চ করতে চলেছে। নেক্সট জেনারশন ব্যালেনোতে সুজুকি এইচইভি স্ট্রং হাইব্রিড পাওয়ারট্রেনটি যুক্ত থাকবে। হাইব্রিড প্রযুক্তির সঙ্গে আসা গাড়িটি প্রায় ৩৫-৪০ কিমি পর্যন্ত মাইলেজ দেবে বলে দাবি করছে প্রস্তুতকারী সংস্থাটি।
৪. মারুতি ইলেকট্রিক হ্যাচব্যাক
রিপোর্ট অনুযায়ী, টাটা টিয়াগো ইভি-কে জোর টেক্কা দিতে আসছে সাশ্রয়ী মূল্যের এই ইলেকট্রিক মডেলটি। Y2V কোড নামে পরিচিত এই ইভিটির পাওয়ারট্রেন সম্পর্কিত বিষয়টি এখনও পুরোপুরিভাবে নিশ্চিত করা হয়নি। যদিও সূত্রের খবর, Y2V একটি ছোট 35kWh ব্যাটারি প্যাকের সঙ্গে বাজারে আসতে পারে। তবে এই মডেলটি বাজারে আসতে আসতে ২০২৮ সাল হয়ে যেতে পারে।
মারুতি ফ্রঙ্কস ইভি
টাটা পাঞ্চ ইভি-র সঙ্গে লড়াই দিতে বাজারে আসছে মারুতি ফ্রঙ্কস। এই ইলেকট্রিক গাড়িটি ভারতের বাজার বেশ ভালোভাবেই দখল করে নিতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। যদিও মারুতি সুজুকি এখনও এই মডেলটি লঞ্চের নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করেনি। তবে প্রাথমিক ধারণা থেকে মনে করা হচ্ছে যে, আগামী ২০২৭ সালে এই ইভিটি রাস্তায় দেখা যেতে পারে। মডেলটি 49kWh এবং 61kWh ব্যাটারি প্যাক অপশনের সঙ্গে আসতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।