- Home
- Auto
- Cheapest Car with Good Quality: দামে কম, মানে ভালো এবং সঙ্গে নিশ্চিত সুরক্ষা! কিনবেন নাকি এই গাড়িটি?
Cheapest Car with Good Quality: দামে কম, মানে ভালো এবং সঙ্গে নিশ্চিত সুরক্ষা! কিনবেন নাকি এই গাড়িটি?
Cheapest Car with Good Quality: ভারতের বাজারে অন্যতম জনপ্রিয় মডেল এটি। দামে কম কিন্তু মানে যথেষ্ট ভালো।
- FB
- TW
- Linkdin
)
গাড়িপ্রেমী জনতার কাছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সুরক্ষা
আর সেইদিক দিয়ে দেখতে গেলে Maruti Suzuki Alto K10 এই মুহূর্তে ভারতের সবচেয়ে সস্তার গাড়ি এবং ৬টি এয়ারব্যাগযুক্ত একটি উন্নত মডেল। আজ কথা বলব এই গাড়িটি নিয়েই।
এর আগে অবশ্য এই কৃতিত্ব ছিল Maruti Suzuki Celerio-র দখলে
সেই মডেলটিকে আবার চলতি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে, ৬টি এয়ারব্যাগ সহ আপগ্রেড করা হয়েছিল।
কিন্তু Alto K10 সেটিকেও ছাপিয়ে গেছে
বর্তমানে মারুতি সুজুকি অল্টো কে ১০-এর এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৪.২৩ লক্ষ টাকা থেকে। আর একেবারে টপ মডেলটির দাম হল ৬.২১ লক্ষ টাকা (Maruti Suzuki Alto K10)।
যাত্রী সুরক্ষায় নজর মারুতির
আসলে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে, একাধিক গাড়িতে স্ট্যান্ড্যার্ড হিসেবে ৬টি এয়ারব্যাগ আপগ্রেড করার কাজ শুরু করছে মারুতি সুজুকি।
তবে Alto K10-এর ইঞ্জিনে কোনওরকম পরিবর্তন করা হয়নি
৯৯৮ সিসির তিনটি সিলিন্ডারযুক্ত এবং ন্যাচরালি অ্যাসপিরেটেড একটি পেট্রোল ইঞ্জিন রয়েছে মডেলটিতে। আর এই ইঞ্জিনটি ৬৫ BHP সর্বোচ্চ শক্তি, ৫,৫০০ আরপিএম-এ এবং ৮৯ এনএম টর্ক ৩,৫০০ আরপিএম-এ উৎপন্ন করতে সক্ষম (Maruti Suzuki Alto K10 on road price)।
এদিকে গিয়ারবক্স অপশন হিসেবে এটিতে ৫-স্পিড ম্যানুয়াল এবং ৫-স্পিড AMT গিয়ারবক্স রয়েছে
এছাড়া Alto K10-এর ক্ষেত্রে আবার CNG ভ্যারিয়েন্টও অফার করা হয়েছে। তবে CNG-তে চলার ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষমতা স্বাভাবিকভাবেই কিছুটা কমে যায়।
CNG মডেলটি কীরকম?
৫৫ BHP সর্বোচ্চ শক্তি ৫,৩০০ আরপিএম-এ এবং ৮২.১ এনএম টর্ক ৩,৪০০ আরপিএম-এ শক্তি উৎপন্ন করতে সক্ষম। আর CNG ভ্যারিয়েন্টে শুধুমাত্র ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে। এই মডেলটিতে কোনও অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম নেই (affordable cars in India)।
Maruti Suzuki Alto K10-এর এক্সটেরিয়র ডিজাইন দারুণ কমপ্যাক্ট
এটিতে ১৩ ইঞ্চির একটি স্টিল হুইলস রয়েছে। গাড়িটি ৬টি আলাদা এক্সটেরিয়র কালার অপশনের সঙ্গে বাজারে এসেছে। যা গ্রাহকদের কাছে গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে (cheapest cars in India।
এছাড়াও একাধিক আধুনিক ফিচার রয়েছে
৭ ইঞ্চির SmartPlay টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা Apple CarPlay এবং Android Auto কানেকশনকেও সাপোর্ট করে।
স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোলসের ফিচার
সেইসঙ্গে, গাড়িটিতে একটি রিমোট কি অ্যাক্সেস, ইলেকট্রনিকালি অ্যাডজাস্টেবল আউটসাইড রিয়ার ভিউ মিরর এবং স্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোলসের ফিচার রয়েছে।
তাই যারা সাশ্রয়ী মূল্যের গাড়ি কিনতে চান
সেইসঙ্গে, আধুনিক ফিচার এবং সুরক্ষার সুবিধা পেতে চান, তাদের জন্য Alto K10 অন্যতম একটি সেরা মডেল হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।