সংক্ষিপ্ত
Cheapest Electric SUV: ভারতের বাজারে ক্রমশই চাহিদা বাড়ছে ইলেকট্রিক গাড়ির। আর সেই আবহেই এবার দেশের বাজারে আসতে চলেছে একটি নতুন মডেল।
Cheapest Electric SUV: ন্যানোর থেকেও সস্তা এই মডেলটি উৎসবের মরশুমেই বাজারে চলে আসতে পারে। এই মুহূর্তে বলা চলে, সবচেয়ে সস্তা একটি ইলেকট্রিক গাড়ি। কার্যত, টাটা ন্যানোর দামেই এবার ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে ভিনফাস্ট ইলেকট্রিক (Vinfast VF3)।
উল্লেখ্য, সময়ের সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক গাড়ির গ্রাহক সংখ্যা। আর সেই চাহিদা বাড়ার ফলে, বাজারে আসছে নিত্যনতুন ডিজাইনের ইলেকট্রিক গাড়ির মডেল। আর এবার সবচেয়ে সস্তার বৈদ্যুতিক গাড়ি লঞ্চের খবর চলে এল বাজারে। ভিনফাস্ট ইলেকট্রিক ভারতের বাজারে ইলেকট্রিক সেগমেন্টে ‘VF3 SUV’ লঞ্চ করতে চলেছে (cheapest electric car in India)।
যেটি দেশের বুকে লঞ্চ হওয়া সবচেয়ে সস্তার একটি ইলেকট্রিক SUV হতে চলেছে। সূত্রের খবর, সংস্থাটি নিজস্ব প্ল্যান্টেই এবার ব্যাটারি গাড়ি তৈরির পরিকল্পনা শুরু করেছে। যাতে গাড়ি তৈরির খরচ অনেকটা কমানো যায়। তাছাড়া এই ইলেকট্রিক গাড়িটি পুরোপুরিভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হবে বলে জানা গেছে। সেইজন্য তামিলনাড়ুতে তারা নিজস্ব একটি কারখানাও গড়ে তুলেছে (cheapest electric car in India 2025)।
জানা যাচ্ছে, ভিনফাস্ট তাদের প্রথম ‘VF7 SUV’টি লঞ্চ করতে চলেছে ভারতে। যেটি আসন্ন উৎসবের মরশুমে বাজারে চলে আসতে পারে। সেই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে কারণ, চলতি ২০২৫ সালের অটো এক্সপো-তে সংস্থাটি এই মডেলটি সামনে এনেছে। ইতিমধ্যেই অবশ্য ভিনফাস্টের ইলেকট্রিক গাড়িগুলি দেশের মানুষের মধ্যে যথেষ্ট প্রশসংসা কুড়িয়েছে।
শোনা যাচ্ছে, ভিনফাস্ট ভারতে যে ইলেকট্রিক গাড়িগুলি লঞ্চ করবে, তার মধ্যে থাকবে VF7 SUV, VF6, VF3, VF8 এবং VF9-এর মতো একাধিক ফিচারযুক্ত ইলেকট্রিক গাড়ি। আর ঠিক টাটা ন্যানোর মতোই দামও কম হতে পারে সেগুলির। গাড়িটিতে ২টি দরজা থাকবে এবং গাড়িটি হবে দুই আসন বিশিষ্ট। প্রায় ২১৫ কিমি পর্যন্ত রেঞ্জ থাকবে এবং VF3 ইলেকট্রিক গাড়িটি ০ থেকে ১০০ কিমি গতিতে পৌঁছতে সময় নেবে মাত্র ৫.৫ সেকেন্ড।
তাছাড়া মডেলটিতে ABS এবং EBD ফিচারের সঙ্গেই থাকবে রিয়ার সাইড পার্কিং সেন্সর।