Hero Scooters: ভারতের অন্যতম সেরা দু-চাকার বাইক নির্মাতা হিরো মোটোকর্পের ইলেকট্রিক ব্র্যান্ড ভিডা প্রায় এক লাখ ইউনিট বিক্রির মাইলফলক অতিক্রম করে ফেলেছে।
Hero Scooters: ভারতের অন্যতম সেরা দু-চাকার বাইক নির্মাতা হিরো মোটোকর্পের ইলেকট্রিক ব্র্যান্ড ভিডা প্রায় এক লাখ ইউনিট বিক্রির মাইলফলক অতিক্রম করে ফেলেছে। গত ২০২২ সালের অক্টোবর মাসে চালু হওয়া ভিডা ব্র্যান্ডটি মাত্র ৩৪ মাসের মধ্যেই এই সাফল্য অর্জন করে ফেলল। আর সেই সাফল্যের মাধ্যমে কোম্পানি ইভি সেগমেন্টে তার শক্তিশালী অবস্থানটি আরও একবার প্রমাণ করল।
অসাধারণ পারফরম্যান্স
চলতি ২০২৫ সালের প্রথম আট মাসে ভিডা চমৎকার পারফর্ম করেছে। জানুয়ারি থেকে অগাস্ট মাস পর্যন্ত, ইলেকট্রিক স্কুটির বিভাগে ভিডার মার্কেট পেনিট্রেশন প্রায় ৬%-তে গিয়ে পৌঁছেছে। ২০২৫ সালের জুলাই মাসে, ১০,৫০৪ ইউনিট বিক্রি করে ভিডা তার সর্বোচ্চ মাসিক রেকর্ডটি তৈরি করে ফেলেছে এবং একইসঙ্গে এক মাসের মধ্যে ১০% বাজার দখল করেছে।
ভিডার এই দুর্দান্ত চাহিদার পিছনে সবচেয়ে বড় কারণ হল, নতুন ভিডা ভিএক্স২ মডেল। হিরো মোটোকর্প অনেক কম দামে এটি বাজারে এনেছে। যা অন্যান্য কোম্পানিগুলির জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভিডা ভিএক্স২ গো-এর দাম ৪৪,৯৯০ টাকা থেকে শুরু। ভিডা ভিএক্স২ প্লাসের দাম ৫৭,৯৯০ টাকা থেকে শুরু। এই দামগুলি ব্যাটারি সার্ভিস (ব্যাস) মডেলের সঙ্গে। অর্থাৎ, ব্যাটারি ভাড়া নিয়ে গ্রাহকরা অনেক কম দামে স্কুটি কিনতে পারবেন। এই প্ল্যানের মাধ্যমে, ভিডা ভিএক্স২ ভারতের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে।
দুর্দান্ত ফিচার
এদিকে স্কুটার বিক্রিতে সীমাবদ্ধ নয় ভিডা। আথার গ্রিডের ব্যবহার সহ ৪,৫০০ টিরও বেশি চার্জিং স্টেশনের একটি বিশাল নেটওয়ার্ক কোম্পানি তৈরি করে ফেলেছে তারা। উল্লেখ্য, আথার এনার্জিতে প্রাথমিক বিনিয়োগকারীদের মধ্যে হিরো হল অন্যতম। হিরো ভিডার পোর্টফোলিওতে ভিডা ভি২, ভিডা ভিএক্স২ সহ বিভিন্ন মডেল রয়েছে। এগুলি বিভিন্ন গ্রাহকদের চাহিদা পূরণ করতে সক্ষম। তাদের রেঞ্জ, দাম এবং প্রযুক্তির কারণে, ভিডা দ্রুত নতুন অনেক গ্রাহক পেয়ে যাচ্ছে।
এই গতিতে হিরো ভিডা স্কুটারের বিক্রি অব্যাহত থাকলে, ২০২৫ শেষ হওয়ার আগেই কোম্পানি এক লাখ ইউনিট বার্ষিক বিক্রির নতুন রেকর্ড ছুঁয়ে ফেলবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


