সংক্ষিপ্ত

Sahkar Taxi:ওলা বা উবের-এর মত অ্যাপ ক্যাবের মোকাবিলা করতে এবার বাজারে আসছে নতুন অ্যাপ-ক্যাব পরিষেবা। ন্দ্রীয় সরকারের অ্যাপ-ক্যাবের নাম সহকার ট্যাক্সি (Sahkar Taxi)।

 

Sahkar Taxi: ওলা বা উবের-এর মত অ্যাপ ক্যাবের মোকাবিলা করতে এবার বাজারে আসছে নতুন অ্যাপ-ক্যাব পরিষেবা। যা আবার সরকারি। কেন্দ্রীয় সরকার এবার নিয়ে আসছে সেই নয়া অ্য়াপ-ক্যাব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই নতুন অ্যাপ-ক্যাবের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের অ্যাপ-ক্যাবের নাম সহকার ট্যাক্সি (Sahkar Taxi)। যদিও পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব অ্যাপ-ক্যাব পরিষেবা রয়েছে কলকাতা ও জেলাগুলিতে। যার নাম যাত্রী সাথী (Yatri Sathi)।

কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে, সমবায় ভিত্তিক অ্যাপ ক্যাব পরিষেবা দেবে সহকার ট্যাক্সি। চার চাকার গাড়ি থেকে শুরু করে স্কুটার, বাইক, ট্যাক্সি, অটো রিকশা- সবই থাকবে। চালক ও যাত্রীদের মধ্যে তৃতীয় কোনও ব্যক্তি থাকবে না। যার কারণে চালকের লাভে কেউ ভাগ বসাতে পারবে না। যাত্রীদেরও কম ভাড়া গুণতে হবে।

লোকসভায় সহকার ট্যাক্সি পরিষেবা চালু করার কথা ঘোষণা করেন অমিত শাহ। তিনি জানান সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সহকার ট্যাক্সি সেই স্বপ্নপুরণের নয়া একটি উদ্যোগ হতে চলেছে। অমিত শাহ বলেন, 'সহযোগিতাক মাধ্যমে সমৃদ্ধি শুধুমাত্র স্লোগান নয়, গত তিন বছর ধরেই এই বিষয়ে কেন্দ্রীয় সরকার অক্লান্ত পরিশ্রম করেছে। আগামী কয়ের মাসের মধ্যে সমবায় ট্যাক্সি পরিষেবা চালু হবে দেশে। যাতে গাড়ির চালকরা দ্রুত লাভবান হতে পারেন।' কেন্দ্রীয় সরকার সূত্রের খবর ওলা বা উবেরর মত অ্যাপ-ক্যাবগুলি নিয়ে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। ভাড়া নিয়েও একাধিক অভিযোগ রয়েছে। অ্যানরয়েড আর অ্যাপেল- দুই সিস্টেমের ফোনে দুই রকম ভাড়া দেখান হয়। এর আগে, ২০২২ সালেও এমন একটি প্রকল্পের ঘোষণা করে জাতীয় পর্যটন এবং পরিবহণ ফেডারেশন, যারা কি না কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা শীর্ষ সমবায় সংগঠন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।