সংক্ষিপ্ত

Amit Shah: মার্চে আর বঙ্গ সফরে আসছেন না অমিত শাহ (Amit Shah)। বিজেপি (BJP) নেতার বঙ্গ সফর পিছিয়ে যাচ্ছে। তেমনই বলছে বিজেপি সূত্র।

 

Amit Shah:মার্চে আর বঙ্গ সফরে আসছেন না অমিত শাহ (Amit Shah)। বিজেপি (BJP) নেতার বঙ্গ সফর পিছিয়ে যাচ্ছে। তেমনই বলছে বিজেপি সূত্র। আগামী ২৯ মার্চ রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের। ৩০ মার্চ দিনভর দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল। বিজেপি সূত্রে খবর ছিল তাঁর আসার আগেই দলের রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। কিন্তু পিছিয়ে যাচ্ছে তাঁর সফর সূচি। সূত্রের খবর এপ্রিলের মাঝামাঝিতে তিনি বাংলায় আসতে পারেন। তবে এখনও স্থির হয়নি সময়সূচি।

বিজেপি সূত্রের খবর, ২৮-২৯ মার্চ ইদ হতে পারে। আর সেই কারণেই পিছিয়ে যাচ্ছে অমিত শাহের সফর। অমিত শাহের এই সফর পুরোপুরি রাজনৈতিক সফর। তবে এরপর আবার কবে তিনি বঙ্গ সফরে আসবেন তা এখনও স্থির হয়নি।

বর্তমানে বিজেপির রাজ্য সভপতি পদের নির্বাচন নিয়ে আলোচনা চলছে। এখনও পর্যন্ত কোনও নাম চূড়ান্ত হয়নি। অন্যদিকে সুকান্ত মজুমদারের রাজ্যসভাপতি পদের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। দ্বিতীয় মেয়াদে তাঁকে রাখা নাও হতে পরে। কারণ তিনি কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপিতে এক ব্যক্তি এক পদ নীতি মানা হয়। তাই অন্য সভাপতি খোঁজার কাজ শুরু হয়েছে। প্রথমে স্থির ছিল অমিত শাহ মার্চে বঙ্গ সফরে এসে বিজেপির নতুন সভাপতির সঙ্গে বৈঠক করবেন। তাঁকে প্রয়োজনীয় টিপস দেবেন। কিন্ত এখন আর তা হচ্ছে না। যদিও সম্প্রতি শুভেন্দু অধিকারী দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু তাঁদের মধ্যে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে দুই নেতার কেউই কিছু বলেননি। যদিও রাজ্যে বিজেপির সদস্য অভিযান সংগ্রহ শুরু করেছিলেন অমিত শাহ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।