সংক্ষিপ্ত
২০২৫ সালের ফেব্রুয়ারিতে কিয়া, এমজি, অডি সহ বেশ কয়েকটি গাড়ি কোম্পানি নতুন মডেল লঞ্চ করছে।
২০২৫-এর দ্বিতীয় মাস ফেব্রুয়ারি শুরু হতে চলেছে। জানুয়ারির মতোই এই মাসেও বেশ কিছু নতুন গাড়ি ভারতীয় বাজারে আসতে প্রস্তুত। ১০ লক্ষ থেকে ২ কোটি টাকার উপরে দামের এমন গাড়ি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হতে চলেছে। ফেব্রুয়ারিতে লঞ্চ হতে চলা গাড়ির এই তালিকায় কিয়া থেকে অডি পর্যন্ত মডেল রয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই গাড়িগুলো সম্পর্কে।
কিয়া সেল্টোস
কিয়া সেল্টোস একটি কম্প্যাক্ট এসইউভি। কিয়া সেল্টোস ভারতীয় বাজারে লঞ্চ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। কিয়ার এই গাড়িটি ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি লঞ্চ হবে। এই কিয়া গাড়ির দাম ১০ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত হবে। কিয়া সনেটের মতো এই বাজেট-বান্ধব গাড়িতে আপনি ১.০ লিটার টার্বো পেট্রোল, ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন অপশন পাবেন। ভেন্টিলেটেড পিছনের সিট এবং লেভেল ২ ADAS এর সুবিধা এই গাড়িতে দেখা যাবে। ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ প্যানোরামিক সানরুফ এই গাড়িতে পাওয়া যাবে।
এমজি হেক্টর
এমজি ইন্ডিয়া তাদের নতুন ফ্ল্যাগশিপ এসইউভি হেক্টর ভারতীয় বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ডিজেল ইঞ্জিন নিয়ে এই গাড়িটি বাজারে আসতে পারে। এমজি মোটরসের প্রিমিয়াম গাড়ি হবে এটি। এমজি হেক্টর ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে। এই প্রিমিয়াম গাড়ির দাম প্রায় ৪৬ লক্ষ টাকা হবে।
অডি আরএস কিউ৮
অডি আরএস কিউ৮ একটি পেট্রোল ইঞ্জিন গাড়ি। ৩৯৯৮ সিসি, ৮ সিলিন্ডার ইঞ্জিন এই অডি গাড়িতে ব্যবহার করা হয়েছে। এই গাড়িতে অটোমেটিক ট্রান্সমিশনও পাওয়া যাবে। এই অডি গাড়িটি ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি ভারতীয় বাজারে আসতে পারে। এই এসইউভির দাম প্রায় ২.৩০ কোটি টাকা হবে বলে জানা গেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।