- Home
- Auto
- Suzuki Electric Scooter: বাজারে লঞ্চ হল সুজুকি ই-অ্যাক্সেস স্কুটার, মাত্র একবার চার্জ দিলেই ছুটবে ৯৫ কিমি?
Suzuki Electric Scooter: বাজারে লঞ্চ হল সুজুকি ই-অ্যাক্সেস স্কুটার, মাত্র একবার চার্জ দিলেই ছুটবে ৯৫ কিমি?
Suzuki Electric Scooter: সুজুকি ভারতে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার ই-অ্যাক্সেসকে বাজারে লঞ্চ করেছে। এই স্কুটারটি একবার চার্জ দিলেই ৯৫ কিমি রেঞ্জ দেয়। সেইসঙ্গে, ফাস্ট চার্জিং এবং টিএফটি ডিসপ্লের মতো আধুনিক ফিচার সহ বাজারে এসেছে।

সুজুকি ই-অ্যাক্সেস স্কুটার
সুজুকি ভারতীয় বাজারে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটারটিকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। সুজুকি ই-অ্যাক্সেস নামের এই নতুন স্কুটারের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১.৮৮ লক্ষ টাকা থেকে। চলতি ২০২৬ সালের গত ৯ জানুয়ারী, লঞ্চ হওয়া এই মডেলটির জন্য সারা দেশে ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গেছে।
ই-অ্যাক্সেস-এর ফিচার
ডিজাইনের দিক দিয়ে দেখতে গেলে, সুজুকি ই-অ্যাক্সেস একটি আধুনিক এবং সহজ বডির মিশ্রণ। সামনে একটি লম্বা LED ডে-টাইম রানিং লাইট এবং একটি বর্গাকার LED হেডল্যাম্প রয়েছে। টারবাইন স্টাইলের অ্যালয় হুইল এবং এমবসড সুজুকি লোগো এটির লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।
৯৫ কিমি রেঞ্জের স্কুটার
এই ইলেকট্রিক স্কুটারে একটি ৩ কিলোওয়াট-ঘণ্টার LFP ব্যাটারি রয়েছে। কোম্পানি দাবি করেছে যে, একবার সম্পূর্ণ চার্জ দিলে এটি প্রায় ৯৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এতর সঙ্গে আবার একটি ৪.১ কিলোওয়াটের বৈদ্যুতিক মোটরও যুক্ত করা হয়েছে। যা ১৫ Nm টর্ক সরবরাহ করতে সক্ষম।
ই-অ্যাক্সেস স্কুটার চার্জিং
সাধারণ চার্জারের সাহায্যে এই স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৬ ঘন্টা ৪২ মিনিট সময় লাগে। ডিসি ফাস্ট চার্জিং ব্যবহার করলে এটি প্রায় ২ ঘন্টা ১২ মিনিটে পুরো চার্জ নিয়ে নিতে পারে। বাড়িতে এবং পাবলিক চার্জিং স্টেশনে চার্জ করারও সুবিধা রয়েছে।
ই-অ্যাক্সেস ইলেকট্রিক স্কুটারের বিশেষত্ব
এতে ৪.২-ইঞ্চি টিএফটি কালার ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, তিনটি রাইড মোড, রিভার্স মোড এবং রিজেনারেটিভ ব্রেকিং রয়েছে। এছাড়াও ৭ বছরের বা ৮০,০০০ কিমি পর্যন্ত, বর্ধিত ওয়ারেন্টিও ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

