Asianet News BanglaAsianet News Bangla

বিয়েতে রাজি না হতেই কি প্রেমে ফাটল, সম্পর্ক ভাঙতেই ব্যক্তিগত জীবনে ঝড় টলি নায়িকার

টলি হোক কিংবা বলি প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। ফের বিচ্ছেদের সুর টলিপাড়ায়। ফের একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিলেন টলি নায়িকা। তবে লুকোছাপা যে  তার সহজাত নয়, তা সকলেরই জানা। এই প্রথম সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। আসলে প্রেম-ভালবাসার কথা ফাঁস করলেও বেডরুমের কথা প্রকাশ্যে আনাটা কেউই চান না।  একটা সময়ে বিজ্ঞাপনের শ্যুটিং করতে গিয়ে মন দিয়ে ফেলেছিলেন খোদ মালিককেই। যদি সে বিষয়েও মুখে তালা লাগিয়েছিলেন। তবে নিজেরা সম্পর্ক নিয়ে কথা না বললেও হামেশাই একসঙ্গে দেখা গেছে তাদের। সে পার্টি হোক কিংবা জন্মদিন, ঘুরতে যাওয়া যেন লেগেই থাকত তাদের। বহুবারই একসঙ্গে দেখা গেছে যুগলকে। তবে কেন বিচ্ছেদ? টলিপাড়ার অন্দরে জোর কানাঘুষো চলছে।
 

Bengali Actress broken up with relationship BRD
Author
Kolkata, First Published Jul 19, 2022, 12:31 PM IST

টলি হোক কিংবা বলি প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। ফের বিচ্ছেদের সুর টলিপাড়ায়। ফের একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিলেন টলি নায়িকা। তবে লুকোছাপা যে  তার সহজাত নয়, তা সকলেরই জানা। এই প্রথম সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। আসলে প্রেম-ভালবাসার কথা ফাঁস করলেও বেডরুমের কথা প্রকাশ্যে আনাটা কেউই চান না।  একটা সময়ে বিজ্ঞাপনের শ্যুটিং করতে গিয়ে মন দিয়ে ফেলেছিলেন খোদ মালিককেই। যদি সে বিষয়েও মুখে তালা লাগিয়েছিলেন। তবে নিজেরা সম্পর্ক নিয়ে কথা না বললেও হামেশাই একসঙ্গে দেখা গেছে তাদের। সে পার্টি হোক কিংবা জন্মদিন, ঘুরতে যাওয়া যেন লেগেই থাকত তাদের। বহুবারই একসঙ্গে দেখা গেছে যুগলকে। তবে কেন বিচ্ছেদ? টলিপাড়ার অন্দরে জোর কানাঘুষো চলছে।

বিচ্ছেদের কথা উঠতেই নানা কথা উঠতে  শুরু হয়েছে। তবে নিন্দুকেরা বলছেন প্রেমিক ব্যবসায়ী নাকি এবার সংসারে মনে দিতে চেয়েছিলেন। এবার তৃতীয় ব্যক্তির জন্য বিচ্ছেদ হয়নি। কারণ প্রেম অনেক হয়ে গেছে, তাই এবার সাত পাকে ঘুরতে চাইছেন। আর সেখানেই প্রেমের তাল কেটে গেল। কারণ টলি নায়িকা চান না সাতপাকে বাঁধা পড়তে। কারণ এখন তার কাজের সময়। তবে প্রেমিককে বিয়ে না করার সিদ্ধান্ত এই প্রথমবার নয়। এর আগেও পরিচালকের সঙ্গে চুটিয়ে প্রেম করে তাকে ছাদনাতলায় অবধি নিয়ে যাননি নিজের কেরিয়ারের কথা ভেবে। পরিচালক প্রাণপনে চেয়েছিলেন তাকে বিয়ে করতে।  তবে সেই পরিচালক তার জন্য বসে থাকেননি। বর্তমান সে বিবাহিত এবং সুপ্রতিষ্ঠিত। তবে নায়িকা কিন্তু এখনও একা। এখনও নিজের জীবনসঙ্গীকে খুঁজে চলেছেন তিনি। আর এবারও টলিপাড়ার আরও এক নায়িকা সেই কাজের দোহাই দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন না

টলিউড ছেড়ে সদ্যই পাড়ি দিয়েছেন বলিউডে। তারমধ্যে ব্যক্তিগত জীবনে ঝড়। আপতত কেরিয়ারেই ফোকাস করতে চান টলিপাড়ার এই নায়িকা। আরব সাগরের পাড়ে নতুন কাজ, কেরিয়ার নিয়েই বেশি ফোকাস করছেন। যোধপুরে অ্যাংরি ইয়াং ম্যানের সঙ্গে শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। কেরিয়ারে মন দিতে গিয়েই প্রেমিককে বিয়ে করতে চাইছেন না তিনি। তবে প্রেমিক এবার বিয়ের পিঁড়িতে বসতে চান। নিজের অভিনয় দক্ষতা, স্টাইল স্টেটমেন্ট দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন এই টলি নায়িকা। তবে নিজের ব্যক্তিগত জীবনের কারণে বারবার শিরোনামে উঠে আসছেন টলি ডিভা। তবে এই সম্পর্কের জন্য কি আফসোস হবে, তা জানতে আগ্রহী ভক্তরা। 
 

Follow Us:
Download App:
  • android
  • ios