সংক্ষিপ্ত
স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। এপ্রিলের প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় বাজিমাত করেছিলেন সকলের প্রিয় মিঠাই রানি। তবে সেই রাজত্ব ধরে রাখতে পারেননি মিঠাই রানি। নিজের জায়গা হাতছাড়া হয়ে গেছে পরের সপ্তাহেই। টিআরপি তালিকায় একনম্বর থেকে সোজা তিন নম্বরে চলে গেছিল বেঙ্গল টপার 'মিঠাই'। ফের সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'গাঁটছড়া'। এবার 'গাঁটছড়া'ও 'মিঠাই'-কে কড়া টক্কর দিয়ে সেরার সেরা মুকুট ছিনিয়ে দিল 'ধুলোকণা'।
চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বড় চমক এসেছে। একমুহূর্তে যেন সবকিছু যেন ওলট-পালট হয়ে গেছে। এমনিতেই বেশ কয়েকদিন ধরে ধারাবাহিকের রেটিং অনেকটাই পড়ে গেছে। তার কারণ হল আইপিএল। দু-সপ্তাহ ধরে একদম তলানিতে গেছে বাংলা সিরিয়ালের টিআরপি। কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক। এককথায় বলতে গেলে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিআরপি তালিকায়। একদিকে জি বাংলা অন্যদিকে স্টার জলসার হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন।
স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। এপ্রিলের প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় বাজিমাত করেছিলেন সকলের প্রিয় মিঠাই রানি। তবে সেই রাজত্ব ধরে রাখতে পারেননি মিঠাই রানি। নিজের জায়গা হাতছাড়া হয়ে গেছে পরের সপ্তাহেই। টিআরপি তালিকায় একনম্বর থেকে সোজা তিন নম্বরে চলে গেছিল বেঙ্গল টপার 'মিঠাই'। ফের সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'গাঁটছড়া'। এবার 'গাঁটছড়া'ও 'মিঠাই'-কে কড়া টক্কর দিয়ে সেরার সেরা মুকুট ছিনিয়ে দিল 'ধুলোকণা'। লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়। কে এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে তা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা। ৮.১ পয়েন্টে চলতি সপ্তাহের সেরার সেরা হয়েছে স্টার জলসার ধারাবাহিক 'ধুলোকণা'। ফুলঝুড়ির বিয়ের টুইস্ট বেশ মন কেড়েছে দর্শকদের। ধারাবাহিকের এই বিয়েই মন কেড়েছে দর্শকদের। অন্যদিকে সামান্য একচুল পিছিয়ে ৮.০ নম্বরে দ্বিতীয় স্থানে রয়েছে 'মিঠাই' ও 'গাটছড়া'। চলতি সপ্তাহের টিআরপি-তে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে 'মিঠাই' ও 'গাটছড়া। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।
ধুলোকণা : ৮.১ (প্রথম)
মিঠাই: ৮.০ (দ্বিতীয়)
গাঁটছড়া : ৮.০ (দ্বিতীয়)
গৌরি এলো: ৭.৯ (তৃতীয়)
আলতা ফড়িং: ৭.৭ (চতুর্থ)
অনুরাগের ছোঁয়া: ৬.৯ (পঞ্চম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার : ৬.৯ (পঞ্চম)
উমা: ৬.৯ (পঞ্চম)
মন ফাগুন: ৬.৮ (ষষ্ঠ)
পিলু : ৬.২ (সপ্তম)
আয় তবে সহচরী: ৬.১ (অষ্টম)
এই পথ যদি না শেষ হয় : ৫.৬ (নবম)
সর্বজয়া : ৫.৪ (দশম)
প্রথমবার লালন- ফুলঝুরির ঝুলিতে এল বেঙ্গল টপারের শিরোপা। (৮.১) পয়েন্টে চলতি সপ্তাহের সেরার সেরা হয়েছে স্টার জলসার ধারাবাহিক 'ধুলোকণা'। (৮.০) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক 'গাঁটছড়া ' ও 'মিঠাই'। (৭.৯) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'গৌরি এলো'। (৭.৭) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে স্থানে রয়েছে 'আলতা ফড়িং'। (৬.৯) পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার', 'উমা','অনুরাগের ছোঁয়া' । (৬.৮) পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক 'মন ফাগুন'। (৬.২) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক 'পিলু'। (৬.১)পয়েন্টে অষ্টম স্থানে রয়েছে ধারাবাহিক 'আয় তবে সহচরী'। (৫.৬) পয়েন্টে নবম স্থানে রয়েছে ধারাবাহিক ' এই পথ যদি না শেষ হয়' । (৪.৮) পয়েন্টে দশম স্থানে রয়েছে ' সর্বজয়া ' ।
আরও পড়ুন-ছিঃ ছিঃ! পর্ন সাইটে কী করছেন উরফি জাভেদ? ছবি দেখেই যৌনকর্মীর তকমা দিলেন নেটিজেনরা
আরও পড়ুন-'বাথরুমে ঢুকেই হাউ হাউ করে কাঁদতাম', ভাঙা প্রেম নিয়ে মুখ খুললেন টলি ডিভা শুভশ্রী
আরও পড়ুন-ব্রা-খুলে আয়নার সামনে দাঁড়িয়ে মিরর সেলফিতে সুপার হট মালাইকা, লাস্যে ভরা শরীরে বুঁদ ভক্তরা