সুপারস্টার অভিনেতা-সাংসদ দেবের নামে একটি ডাকটিকিট চালু করেছে ইন্ডিয়া পোস্ট। এই বিরল সম্মানে তিনি সম্মানিত এবং অভিভূত বলে জানিয়েছেন। ঘাটাল মেলার উদ্বোধনে এই খবর প্রকাশ্যে আসার পর তাঁর ভক্ত ও ঘাটালবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সিনেমা জগত থেকে অভিনয়ের ময়দান- সর্বত্রই জয় পেয়েছেন দেব। বিগত দুই দশক ধরে বাঙালির মনে জায়গা পেয়েছেন অভিনেতা। বক্স অফিসে ব্যবসার নিরিখে প্রথম সারিতে অভিনেতার ছবি। এবার রাজনৈতিক ময়দানে পেলেন বিরাট সাফল্য।
এবার থেকে ভারতীয় ডাক টিকিটে দেখা যাবে দেবের মুখ। শনিবার সেখবর দিয়ে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেতা। তিনি বলেন, আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ইন্ডিয়া পোস্টকে আমার আন্তরিক ধন্যবাদ।… এমন সম্মানের যোগ্য বলে বিবেচিত হওয়াটা আমার কল্পনারও অতীত। একজন মানুষ হিসেবে সকলের ভালোবাসা ও বিশ্বাসের এই স্বীকৃতি আমার পরমপ্রাপ্তি। আমি চিরকৃতজ্ঞ।
শুক্রবার ঘাটাল মেলার উদ্বোধন করতে গিয়ে এই খবর প্রকাশ করেন। স্বাবভাবিকভাবেই তারকা সাংসদের এই সম্মানে উচ্ছ্বসিত তার ভক্তরা। শনিবার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ করেন দেব। আর সেই সঙ্গে লেখেন মনের কথা। রুপোলি পর্দার নায়ক থেকে দেশের ডাক টিকিটে জায়গা পাওয়া, দেবের এই সাফল্য তাঁর অনুরাগীদের কাছেও গর্বে। অনেকের কাছেই এটি শুধু একটি সম্মান নয়, বরং ভালোবাসার এক স্থায়ী স্মারক।
এদিকে আবার টলিগঞ্জে দীর্ঘদিন ধরে ‘অলিখিত নিষেধাজ্ঞা’র কারণে কাজ পাচ্ছেন না অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই পরিস্থিতিতে এবার প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়ালেন অভিনেতা ও তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। সংবাদমাধ্যমের সামনে দেব স্পষ্টভাবে জানিয়েছেন, অনির্বাণকে আবার কাজ করার সুযোগ দেওয়া উচিত। দেব বলেন, অনির্বাণ একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। বাংলা সিনেমার জন্য তাঁর এখনও অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু কিছু কারণে তিনি কাজ থেকে বঞ্চিত হচ্ছেন, যা ইন্ডাস্ট্রির পক্ষেও ক্ষতিকর। তাই সকলের কাছে দেব আবেদন করেন, অনির্বাণকে শান্তিতে কাজ করতে দিন। এই প্রসঙ্গে দেব আরও বলেন, যদি অনির্বাণের কাজ ফেরানোর জন্য কারও কাছে ক্ষমা চাইতে হয়, তাহলে তিনি নিজেই অনির্বাণের হয়ে ক্ষমা চাইতে প্রস্তুত।


