সংক্ষিপ্ত

লড়াই টা শুরু হয়েছিল কুলের আচারকে কেন্দ্র করে। কুলের আচারের কারণে নাকি স্বস্তিকা অভিনীত শ্রীমতি কম সংখ্যক হল পেয়েছে বলে দাবি করেন স্বস্তিকা। মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ১৭ টি হল থেকে নামিয়ে মাত্র ৪টি হল দেয়া হয় শ্রীমতিকে। আর তাই নিয়েই ক্ষুব্ধ অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করেছেন এসভিএফের বিরুদ্ধে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কুলের আচারের অভিনেত্রী ইন্দ্রানী হালদার। 
 

লড়াই টা শুরু হয়েছিল কুলের আচারকে কেন্দ্র করে। কুলের আচারের কারণে নাকি স্বস্তিকা অভিনীত শ্রীমতি কম সংখ্যক হল পেয়েছে বলে দাবি করেন স্বস্তিকা। মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ১৭ টি হল থেকে নামিয়ে মাত্র ৪টি হল দেয়া হয় শ্রীমতিকে। আর তাই নিয়েই ক্ষুব্ধ অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করেছেন এসভিএফের বিরুদ্ধে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কুলের আচারের অভিনেত্রী ইন্দ্রানী হালদার। 


'শ্রীমতি' দিয়ে বহুদিন পর কামব্যাক করেছেন স্বস্তিকা, প্রত্যেক ছবির মতন এই ছবিটির জন্যও প্রচুর পরিশ্রম করেছেন স্বস্তিকা, নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন অভিনেত্রী। দর্শকদের কাছে থেকেও বেশ ভালো প্রতিক্রিয়া পাচ্ছিল 'শ্রীমতি'। কিন্তু হঠাৎই ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ১৭ টি হলের জায়গায় সেই সংখ্যা ৪-এ নামিয়ে এনেছে শ্রীমতির ডিস্ট্রিবিউটর এসভিএফ। ক্ষুব্ধ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এই জনপ্রিয় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সবাই ভেবেছিল লড়াইটা হবে এসভিএফ ও স্বস্তিকার মধ্যে, কিন্তু এখন দেখা যাচ্ছে, লড়াই টা এবার শ্রীমতি ও শ্রীময়ীর মধ্যে। ইন্দ্রানী হালদার এই প্রসঙ্গে বলেন, 'পাঁচ বছর পর আবার বড় পর্দায় ফিরলাম। কি বলে যে স্বস্তিকাকে ধন্যবাদ দেব! নিজ দায়িত্বে কুলের আচারের অনেক বড় প্রচার করে দিলেন।' 

'কুলের আচার' ও 'শ্রীমতি'-এর মধ্যে মুক্তির তফাৎ  মাত্র এক সপ্তাহের। ছবি মুক্তির পর শ্রীময়ী কিন্তু বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছে দর্শক মহলে। প্রথম সপ্তাহে ১৭টি হলে ভালো শো টাইমে ভালোই আয় হচ্ছিল শ্রীমতির।এর ঠিক এক সপ্তাহ পর 'কুলের আচার' মুক্তির পরই সমস্যা দানা বাঁধলো। দ্বিতীয় সপ্তাহে শ্রীমতির হল সংখ্যা কমে মাত্র ৪টি এসে দাঁড়িয়েছে। সব গুলো শো টাইমই একমাত্র দুপুরে। স্বস্তিকার অভিযোগ সবগুলো হলেই শুধু ইন্দ্রানীর ছবির দৌরাত্ম। বড় প্রযোজনা সংস্থার পুরো সমর্থন রয়েছে ইন্দ্রানীর ওপর।  স্বস্তিকার এহেন মন্তব্যে ইন্দ্রানীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে উত্তরে শ্রীময়ী বলেন, 'নন্দন সহ একাধিক প্রেক্ষাগৃহে হাউজফুল, নিজে দেখলাম, খবরও পেয়েছি, প্রথম সপ্তাহ এরকমই যাবে। দ্বিতীয় সপ্তাহ থেকে বোঝা যাবে আসল দর্শক সংখ্যা, তখনও অপ্রতিরোধ্য গতি থাকলে কুলের আচার তার জায়গাতেই থাকবে, নাহলে কিছু প্রেক্ষাগৃহ থেকে তাকেও সরানো হবে, নতুন ছবিকে জায়গা দেয়ার জন্য। এটাই রীতি, তখন যদি তিনি বলেন অমুকের জন তাঁর ছবি সরে গেল তবে তিনি ভুল বলবেন।' লড়াই টা স্বস্তিকা বনাম ইন্দ্রানী হোক বা কুলের আচার বনাম শ্রীমতি, আসল সার্টিফিকেট কিন্তু দর্শকই দেবেন শেষ পর্যন্ত।

আরও পড়ুন,মাকে হারানোর পর 'বড় ভাইয়া' অর্জুন আগলে রেখেছিলেন জাহ্নবীকে! বড় দাদার প্রশংসায় পঞ্চমুখ বোন!