সংক্ষিপ্ত

মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। আর এই সিরিয়ালের হাত ধরে এখন ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছে ,সিড, মিঠাই, দিদিয়া, নীপা-দের মতো চরিত্রগুলো। সম্প্রতি মিঠাই সিরিয়ালের দুই চরিত্র সিড এবং দিদিয়া-র রিয়াল লাইফের জীবন সোশ্য়াল মিডিয়ায় আঁতসকাচের তলায়। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের এই মোরাল পুলিশিং বারবার বিতর্ক তৈরি করছে। এবার সিড ওরফে আদ্রিত রায়-এর সঙ্গে ব্যক্তিগত জীবনে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন দিদিয়া ওরফে কৌশাম্বি চক্রবর্তী।  
 

একজন শিল্পীর জীবনে যেমন ভালোবাসা বন্যা বয়ে যেতে পারে, তেমনই পারে সমালচনার ঝড় উঠতে। এমনই ঘটনা ঘটেছে সকলের প্রিয় অভিনেত্রী কৌশাম্বীর জীবনে। বর্তমানে  মিঠাই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। বিগত কয়েক মাস ধরে তাকে এবং তার সহ-অভিনেতা আদ্রিতের সম্পর্ক নিয়ে উঠেছে নানা প্রশ্ন। শোনা গিয়েছে প্রেমের সম্পর্কে আবদ্ধ তাঁরা। কিন্তু এই বিষয় কখনও কোনও জবাবই দেননি আদ্রিত এবং কৌসাম্বী। তাঁরা বারবারই বলেছেন যে একে অপরের খুব ভালো বন্ধু। কিন্তু, এই বিতর্ক থামার নামই করে না।

 এবার আবারও চরম বিতর্কের শিকার কৌসাম্বী। সম্প্রতি হয়ে গেল কৌসাম্বীর জন্মদিন। আর এই বিশেষ দিনের শেষে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে কৌশাম্বি লেখেন, 'সারা দিন ভালোই কাটল'। এই ছবিতে আদ্রিতের পাশে দাঁড়িয়েছিলেন কৌশাম্বি। এছাড়াও এই ছবিতে কৌশাম্বীর দাদা ছাড়াও ছিল আদ্রিতেরই কিছু কাছের বন্ধুর। আর এই পোস্টকে ঘিরেই এরপরই শুরু হয় নানা কটুক্তি। 

প্রথমদিকে বেশকিছু শুভেচ্ছা বার্তা এলেও,পরের দিকেই নানা বিদ্রুপ এবং অশ্লীল মন্তব্য এই পোস্টের কমেন্ট বক্সে জমা করতে থাকেন অনেকেই। তা এক বিশাল বিতর্কের আকার ধারণ করেছে। এই ঘটনার পর এশিয়ানেট বাংলার তরফ থেকে যোগাযোগ করা হয় কৌশাম্বীর সঙ্গে। এই প্রথম কোনও সংবাদমাধ্যমের সামনে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। 

কৌশাম্বি জানান 'এই ঘটনাটা আমায় বিন্দুমাত্র এফেক্ট করেনি। আমি এমন একজন মানুষ যে ব্যক্তিগত জীবনের সঙ্গে প্রোফেশানাল লাইফটাকে কখনই গুলিয়ে ফেলি না। আমি এখানে কাজ করতে আসি। ভালোবেসে কাজটা করি। আর আমি চাই-- আমার কাজই মানুষ দেখুক। তা নিয়েই চর্চা হোক। আমার ব্যাক্তিগত জীবন নিয়ে চর্চা অনর্থক। আগে এই বিতর্ক বা কুরুচীকর মন্তব্যে খারাপ লাগত,এখন আর লাগে না। আমি জানি আমার কাছের মানুষেরা আমায় চেনেন,জানেন। আমি শুধু তাদের কাছে উত্তর দিতে বাধ্য। এখন আমায় নিয়ে কথা বা বিতর্ক শুনলে মনে হয়,যাক নিশ্চই ভালো কিছু করতে পারেছি, তাই আলোচনা চলছে। আর একটা কথা আমি জানি, এই বিষয়টা এখন নতুন। তাই আলোচিত হচ্ছে। যেদিন নতুন কোনও টপিকের ঝড় উঠবে, সবাই সব ভুলে যাবে। সুতরাং মন দিয়ে কাজ করতে চাই ওটাই থেকে যাবে।' 

প্রসঙ্গত, একটি ধারাবাহিকের গল্প,অভিনয় এবং জনপ্রিয়তা। মানুষের কাছে সেই ধারাবাহিকের অভিনীত চরিত্রগুলিকে জীবন্ত করে তোলে। রিল আর রিয়েল লাইফ একাকার হয়ে যায় তাদের মধ্যে। তখন তারা চান তাদের প্রিয় জুটি বাস্তবেও জুটি বাধুক। কিন্তু তা সবসময় সম্ভব হয় না। আর তখনই মন ক্ষুন্ন হন দর্শকেরা। এক্ষেত্রেও তেমনটাই হল। তবে কোনও শিল্পীকে ব্যক্তিগত আক্রমণ কখনই কাম্য নয়। আগামী সময় বিতর্ক ভূলে আগের মত  টিম মিঠাইকে সকলে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাক, এখন তারই অপেক্ষা।