টলিপাড়ায় এখন হট ডিভা পায়েল নয়া নয়া পোজে ঝড় তুলছেন নেট পাড়ায় পোজ নিয়ে ছবি তোলা থেকে শুরু করে অনবদ্য অভিনয় ভক্তমহলে নয়া লুকে ধরা দিয়ে ভাইরাল পায়েল 

টলিউডের হট ডিভা পায়েল সরকার, বড় পর্দায় যেমন একের পর এক ছবি করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, তেমনই তিনি ভোল বদলে এখন বিভিন্ন ওয়েব সিরিজে নজর কাড়ছেন। তাঁর স্টানিং লুক থেকে শুরু করে ফ্ললেস বিউটি, এক কথায় সকলকে তাক লাগিয়ে দেয়। আই লাভ ইউ ছবি দিয়ে তাঁর সফর শুরু। এক কথায় বলতে গেলে, সেই পায়েল ও এই পায়েলের আকাশ পাতাল তফাৎ। প্রতি মুহূর্তে নিজের স্টাইল স্টেটমেন্টে তিনি টেক্কা দিচ্ছেন বাঘাবাঘা অভিনেত্রীদের। 

View post on Instagram

বর্তমানে অভিনেত্রীর হাতে একাধিক ওয়েব সিরিজের কাজ। সঙ্গে ছবির প্রস্তাবও রয়েছে। তবে পায়েলের এই রূপের যাদু যেন দিন দিন বেড়েই চলেছে। একাধিক ফোটো শ্যুটে ধরা দিলেন অভিনেত্রী সাইনিং ফ্রেমে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় পায়েল। নিজের ছবির খবর থেকে শুরু করে ফোটো শ্যুট সবই পোস্ট করেন তিনি। যা মুহূর্তে নজর কাড়ে ভক্তদের। 

View post on Instagram

এবার তেমনই এক ফোটোশ্যুটের ছবি হল মুহূর্তে ভাইরাল। স্নান করে ওঠে যেন শরীর জুড়ে উষ্ণ আবেদন। কাঁধ থেকে চুইয়ে পড়ছে জল, হট ফোটো শ্যুটে ধরা দিলেন পায়েল। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল। পায়েলের এই লুকে মুহূর্তে লাইকের বন্য়া।