সংক্ষিপ্ত

  • মাত্র ৪৫ দিনে গড়া হল মূর্তী 
  • আসানসোলের মূর্তী স্থাপন করলেন সুশান্ত রায়
  • সুশান্তের পর নজর কাড়ল কিংবদন্তী অভিনেতার 
  • পাঁচ বছর ধরে করছিলেন পরিকল্পনা 

আসানসোল তার ঠিকানা। নিজের বাড়িতে আসত এক মিউজিয়াম বানিয়ে ফেলেছেন ভাস্কর সুশান্ত রায়। একের পর এক মোমের মূর্তি বানিয়ে তা স্থাপন করছেন স্থানীয় বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে। ইতিমধ্যে সেখানে জায়গা করে নিয়েছে বহু গুণীজন ও শিল্পীরা। কয়েক মাস আগে সুশান্ত সিং রাজপুতের মোমের মূর্তি করেছিলেন তিনি। উঠে এসেছিলেন খবরের শিরোনামে।

আরও পড়ুন- বিয়ের পিঁড়িতে চাওলা, গলায় মালা দিলেন কোরিওগ্রাফার ও ইউটিউবার ধনুশ্রীর

এবার পালা সৌমিত্র চট্টোপাধ্যায়। কিংবদন্তি অভিনেতার মৃত্যুর পর থেকে মূর্তি গড়ার কাজে হাত দিয়েছিলেন ভাস্কর সুশান্ত রায়। মূর্তি গড়ার কাজ শেষ করে তা সাধারণের জন্য খুলে দেওয়া হয় হাজার ১৯ ডিসেম্বর। এই মূর্তি উন্মোচন করতে আসেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। 

এখানে বিরাট কোহলি অমিতাভ বচ্চন রোনাল্ডোর মধ্যবিত্তদের ও মূর্তি রয়েছে। মূর্তি উন্মোচন করে মন্ত্রী মলয় ঘটক জানান বাংলা এক অন্যতম নাম সুশান্ত রায়। যার হাতের কাজ দেশে বিদেশে বারেবারে প্রশংসিত হয়েছে। শিল্পীর কথায় তিনি পাঁচ বছর ধরেই পরিকল্পনা করছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মূর্তি গড়ার। কিন্তু তিনি মারা যাবার পর তড়িঘড়ি কাজ শুরু করেন তিনি। মাত্র 45 দিনে গড়ে ওঠে তাক লাগনো সৌমিত্র চট্টোপাধ্যায় মূর্তি।