লকডাউনের মাঝেই ইদ সেলিব্রেশন তারকাদের শুভেচ্ছাতে ভরল সোশ্যাল মিডিয়ার পাতা লকডাউনে টলিউড তারকারা জানালেন ইদ মুবারক তারকাদের পোস্টে শুভেচ্ছার ঝড় 

লকডাউনের মাঝে এ যেন এক অন্য ইদের সকাল। তারকাদের শুভেচ্ছাতেই ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা। উৎসবের মরসুমে সকলেই গৃহবন্দি। তবুও কোথাও যেন হাজারও শোকের মাঝে খুশির হাওয়া বইছে আকাশে-বাতাসে। পবিত্র রমজান মাসের শেষে ইদে তাই মেতে উঠলেন সেলিব্রিটিরাও। ভক্তদের জানালেন ইদ মুবারক। 

Scroll to load tweet…

সোশ্যাল মিডিয়ার পাতায় শুভেচ্ছা জানালেন অভিনেতা তথা সাংসদ দেব। লিখলেন ইদ মুবারক। 

Scroll to load tweet…

সোশ্যাল মিডিয়ার পাতায় ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

View post on Instagram

ইদের শুভেচ্ছা জানালেন পরিচালক অরিন্দম শীল। সোশ্যাল মিডিয়ায় লিখছেন, এই পবিত্র মুহূর্ত সকলের জীবনে খুশি নিয়ে আসবে। 

Scroll to load tweet…

একদিন সুদিন ফিরবেই। আবারও হাসবে বা৪ংলা। সকলে এক সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করার কথাও জানালেন নুসরত। সঙ্গে জানালেন ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা। 

Scroll to load tweet…

ইদের শুভ মুহুর্তে সকলকে একসঙ্গে ভালো থাকার কথা বললেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পাশাপাশি আরও তারকারা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।