সংক্ষিপ্ত

  •  কয়েকদিন আগেই নেপোটিজম নিয়ে বোমা ফাটিয়েছেন এ আর রহমান
  • এবার রহমানের পর বিস্ফোরক অভিজ্ঞতার শেয়ার করলেন রেসুল পুকুট্টি
  •  অস্কার জয়ের পর থেকেই বলিউডে কোনও কাজের অফার পাননি রেসুল
  • এই অস্কারই রেসুলের জীবনে অভিশাপ নিয়ে এসেছিল

বলিউডে নেপোটিজম তরজা বেড়েই চলেছে। তবে বলিউড বললে ভুল হবে, সঙ্গীত জগতেও স্বজনপোষণ দীর্ঘদিন ধরে চলেই  আসছে। কয়েকদিন আগেই এই নেপোটিজম নিয়ে বোমা ফাটিয়েছিলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান। অস্কার জয় হওয়া মানেই যে সবের থেকে ব্রাত্য, তা যেন একপ্রকার নিশ্চিত। এবার রহমানের পর বিস্ফোরক অভিজ্ঞতার শেয়ার করলেন রেসুল পুকুট্টি। অস্কার জয়ের পর কীভাবে বলিউডে একের পর এক কাজ হাতছাড়া হয়েছে রেসুলের সেই ভয়াবহ দিনের কথা টুইটে তুলে ধরলেন সাউন্ড ডিজাইনার।

আরও পড়ুন-মৃত্যুর ঠিক ৪ দিন আগে দিদি শ্বেতার সঙ্গে কী চ্যাট হয়েছিল সুশান্তের , ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়...

সালটা ২০০৯,  স্লামডগ মিলিওনেয়ার ছবির জন্য সাউন্ড মিক্সিং বিভাগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে  পুরস্কার পেয়েছিলেন রেসুল। কিন্তু হাতেগোনা কয়েকজন ভারতীয়দের মধ্যে অস্কার জয় যতটা না আনন্দের তার চেয়ে অনেক বেশি দুঃখের। কারণ এই অস্কারই তার জীবনে অভিশাপ নিয়ে এসেছিল। অস্কার জয়ের পর থেকেই বলিউডে কোনও কাজের অফার পাননি তিনি, সেই ক্ষোভ-হতাশাই তিনি টুইটারে উগরে দিয়েছেন, দেখে নিন পোস্টটি,

 

 

কিছুদিন আগে রহমানের করা টুইটে পরিচালক শেখর কাপুর জানিয়েছিলেন, 'বলিউডে অস্কার পাওয়া মানে মৃত্যুকে চুম্বন করা, আর এটা প্রমাণিত আপনার প্রতিভাবান ক্ষমতাকে মেনে নেওয়ার ক্ষমতা বলিউডের নেই'। যদি সেই টুইটের যোগ্য উত্তরও দিয়েছেন রহমান।  তিনি জানিয়েছিলেন.' হারানো টাকা যেমন ফিরে আসে, সম্মানও ফিরে আসে, তবে জীবনের নষ্ট হয়ে যাওয়া সময় আর কোনওদিন ফিরে আসে না। '

 

শেখর কাপুরের করা একটি টুইটের জবাবে রেসুল জানিয়েছেন,  'আপনি আমাকে জিজ্ঞাসা করুন এই বিষয়টাই, কীভাবে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে আমি সময় কাটিয়েছি। বলিউডে হিন্দি ছবিতে কেউই আমায় সুযোগ দেয় নি। তবে আঞ্চলিক ছবি আমায় ধরে রেখেছিল। অনেকেই আমায় মুখের উপর অপমান করেছে, আমাকে আর প্রয়োজন নেই সেই কথাও শুনতে হয়েছে, তবুও এই ইন্ডাস্ট্রিকেই ভালবাসি '।

 

আরও পড়ুন-'কঙ্গনাকে জুতো ছুঁড়ে মেরেছিল মহেশ ভাট', কুইন-এর বিস্ফোরক অভিযোগে পাশে দাঁড়ালেন সোনু নিগম...

রেসুল আরও জানিয়েছেন, ' আমি চাইলেই হলিউডে শিফট করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কারণ একটাই আমি আমার ইন্ডাস্ট্রিকেই ভালবাসি। ইন্ডিয়াতে কাজ করেই আমি অস্কার পেয়েছি। ছয়টি মনোনয়ন পেয়েছি এবং তা জিতেছি। সেটাও এখানের কাজের সুবাদেই। তাই আমার বিশ্বাস কাছের মানুষগুলি আমার প্রতি সেই বিশ্বাস রেখেছে, আগামীদিনেও রাখবে।'