সংক্ষিপ্ত
আমিরকে যেমন বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে, স্টার কিড জুনাঈদেরও প্রথম ছবির কাহিনি ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। ৬০- দশকে অর্থাৎ ১৯৬০ সালে মহারাজা লিবেলের চরিত্রে প্রথমবার দর্শককে মনোরঞ্জন করতে তৈরি আমির পুত্র জুনাঈদ।
বলিউডে আরও এক নতুন মুখের দর্শন। খান পরিবারের পুত্রের দেখা মিলবে বড়পর্দায়। হ্যাঁ, বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের ছেলে জুনাঈদ এবাার আসতে চলেছেন দর্শক দরবারে। বলিউডের অন্যতম জনপ্রিয় মুভি বান্টি অওর বাবলি টু-র নায়িকা শর্বরী ওয়াগের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্সে দেখা যাবে আমির পুত্রকে। আমিরকে যেমন বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে, স্টার কিড জুনাঈদেরও প্রথম ছবির কাহিনি ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। ৬০- দশকে অর্থাৎ ১৯৬০ সালে মহারাজা লিবেলের চরিত্রে প্রথমবার দর্শককে মনোরঞ্জন করতে তৈরি আমির পুত্র জুনাঈদ। সিনেমার নাায়িকা শর্বরী এতদিন এই ছবি নিয়ে মুখে একেবারে কুলুপ এটে ছিলন, যাকে বলে স্পিকটি নট...তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শর্বরী বলেন, চলতি বছরেই বিগস্ক্রিনে মুক্তি পেতে চলেছে তাঁর পরবর্তী পিরিয়ড ড্রামা মহারাজা। তবে ছবি মুক্তির চূড়ান্ত দিন এখনও প্রকাশ্যে আসেনি।
প্রথমবার টিনসেলটাউনে পা রাখতে নিজের মধ্যে অনেক ট্রান্সফর্মেশন করেছেন আমির পুত্র। সিলভারস্ক্রিনে একজন পারফেক্ট অভিনেতার চরিত্র ফুটিয়ে তুলতে জিমে গিয়ে রীতিমতো কসরত করেছেন বলিউডের এই নবাগত নায়ক। নিজের অনেকখানি ওজন কমিয়ে রুপোলি পর্দার মানানসই নায়কের মতই মেলে ধরতে নিজের লুকে পরিবর্তন এনেছেন আমির পুত্র জুনাঈদ। পরিচালক সিদ্ধার্থ পি মলহোত্রার হাত ধরে হিন্দি ছবির দর্শকের সামনে নিজের অভিনয় প্রতিভা প্রদর্শন করার সুযোগ পেয়েছেন এই স্টার কিড। এখন দেখার বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টের পুত্রের অভিনয়ে কতটা পারফেকশনের ছোঁয়া থাকে। বাবার পথ অনুস্মরণ করে নিজেকে পারফেক্টশনিস্ট হিসাবে দর্শক দরবারে মেলে ধরতে পারেন কিনা এখন সেটাই দেখার।
আরো পড়ুন-প্যান্টের বোতাম খুলে জিভ দিয়ে নাভিতে চুম্বন, শার্টের বাধন খুলে যৌনতায় মাতলেন নয়না
আরও পড়ুন-৩ মাসে ১৫ কেজি ওজন হ্রাস, মোহময়ী রিচা জ্বরে কাবু নেটিজেনরা
রানি মুখার্জি অভিনীত হিট ছবি হিচকি-র পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক সিদ্ধার্থ পি মলহোত্রা। এবার গজনি স্টার আমিরের পুত্র জুনাঈদকে বড় পর্দায় লঞ্চ করার দায়িত্বও এই পরিচালকের কাঁধে। জুনাঈদের প্রথম থেকেই থিয়েটারের প্রতি একটা ভালোবাসা রয়েছে। লস অ্যাঞ্জেলাসে একটি ড্রামা স্কুলের সঙ্গে দুবছর যুক্ত ছিলেন আমির পুত্র। পরে ফিরে এসে তিনি মুম্বইতে কয়েকটি নাটকও করেন জুনাঈদ। আমির একবার এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, তাঁর পুত্র মীরা নায়ারের ‘আ সুইটেবল বয়’ ছবির জন্য স্ক্রিন টেস্ট দেন। কিন্তু মনোনীত হতে পারেননি। আমির আরও জানিয়েছিলেন, জুনেইদ নাকি কোনও দিন নিজেকে অন্যদের সামনে সুপারস্টার বাবার পুত্র বলে পরিচয় দেওয়া পছন্দ করেন না। ফলে প্রায় পনেরো-কুড়িটি জায়গা থেকে সে ডাক পায়নি। কিন্তু আজ সে নিজের চেষ্টায় বড় প্রযোজনা সংস্থায় কাজ পেয়েছেন। এই ঘটনায় একজন বাবা হিসাবে গর্বিত আমির খান।