বিগ বুল ব্যাপক সাড়া ফেলল দর্শক মহলে চেনা গণ্ডি ছেড়ে নয়া লুকে জুনিয়র বচ্চন ছেলের অভিনয় দেখে গর্বিত অমিতাভ সোশ্যাল মিডিয়ায় করলেন আবেগঘন পোস্ট

করোনার কোপে পড়ে বিনোদন জগতে নেমে এসেছে ধ্বস। একের পর এক ছবি মুক্তি পাচ্ছে ওটিটি-তে। বড় পর্দায় কামব্যাক যেন কোনও মতেই সম্ভবপর নয়। এমনই পরিস্থিতিতে সকলের নজর কেড়ে খোলস ছেড়ে বেরলেন অভিষেক বচ্চন। ব্রেথ- সিরিজে তাঁকে নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও কোথাও যেন সেই মাত্রায় তুলে ধরতে পারেননি অভিষেক। তবে সব অভিযোগ নিমেশে ভুলিয়ে দিলেন বচ্চন। 

আরও পড়ুন- ভয়ানক কাণ্ড, কেরিয়ারের পিকে এসেই করণের সঙ্গে বিবাদ, ছবি থেকে কেন বাদ পড়লেন কার্তিক

বিগ বুল ছবি মুক্তি পেতেই তা সকলের নজর কাড়ল। অভিষেক বচ্চনের অনবদ্য অভিনয় এটাই ছবিকে টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ধাপে ধাপে যেভাবে তিনি চরিত্রের সঙ্গে পালা বদল ঘটিয়েছেন পর্দা জুড়ে, তাতে এক কথায় বলাই চলে জুনিয়ার বচ্চন এখন সিনিয়র। আর একবাক্য তা স্বীকার করে নিলেন অমিতাভ বচ্চন। তিনি বিগ বুল দেখার পরই পোস্ট করলেন অভিষেকের প্রশংসায়। 

Scroll to load tweet…

অমিতাভ বচ্চন লিখলেন পুত্র যখন বাবার জুতো পরে, তখন সে আর আপনার পুত্র থাকে না, বন্ধুতে পরিণত হয়। দারুণ অভিনয়, বলে সাবাসি দেন অমিতাভ, বছরের বিগ ওপেনিং-এর তকমা নিয়ে ঝড় তুলেছে বিগ বুল। রেটিং ক্রমেই উর্ধ্বমূখী। সেই খবরও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে ধন্যবাদ জানান অভিষেক।