বচ্চন পরিবারে আজ আনন্দ উৎসব আরাধ্যার ৯ বছরের জন্মদিন ভিডিও শেয়ার করে শুভেচ্ছা দাদুর মুহূর্তে ভাইরাল অমিতাভের ভিডিও 

ছোট্ট আরাধ্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। বচ্চন পরিবারে আজ আনন্দ উৎসব। অভিষেক ও ঐশ্বর্য কন্যা আরাধ্যার আজ জন্মদিন। প্রতিবছরই মহাধুমধামে এদিন পার্টির আয়োজন করা হয়। বহু মানুষের সমাগম ঘটে এদিন। সেই ছবি ছড়িয়েও পড়ে ভক্তমহলে। তবে এবছর বেশ খানিকটা ম্লান বচ্চন পরিবার। পরিস্থিতির দিকে তাকিয়ে কোনও পার্টির আয়োজন করল না পরিবারের সদস্যরা। 

ঘরোয়া সেলিব্রেশন হবে। তবে থাকবে না চেনা জৌলুস। তেমনই আবার উল্টো ছবি এবার সোশ্যাল মিডিয়ার পাতায়। সেখানে ১৬ নভেম্বর পরতেই একের পর এক পোস্টে ভরতে থাকল শুভেচ্ছা বার্তা। ছোট্ট আরাধ্যার জন্মদিনে সকলেই শুভেচ্ছা জানালেন, বাদ পড়লেন না দাদু অমিতাভও। শেয়ার করলেন আরাধ্যার কণ্ঠের এই গাণ। যা মুহূর্তে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 

Scroll to load tweet…

আরাধ্যায় শ্রী রামের ভজনে মত্ত। তাল দিয়ে দিয়ে সেই গানেই গা ভাসিয়েছে ছোট্ট কন্যা। বর্তমানে তাঁর বয়স হল নয় বছর। ছোট্ট আরাধ্যা এর আগেও একাধিকবার ভাইরাল হয়ে উঠেছে নেট দুনিয়ায়। কখনও তাঁর অনলাইন ক্লাস, কখনও আবার মায়ের সঙ্গে ম্যাচিং করা আউটফিট। কোথাও গিয়ে যেন নিজের ছন্দে ভক্তমহলে দাপটের সঙ্গে রাজ করছে এই খুদে স্টার।