অভিনেত্রী নূতনের সঙ্গে অ্যাওয়ার্ড নিচ্ছেন অমিতাভ বচ্চন। পুরনো অ্যালবাম শেয়ার করলেন বিগ বি। লকডাউনে নস্টালজিয়ায় ভাসলেন অভিনেতা।

নূতন জীর সঙ্গে একই ফ্রেমে অমিতাভ বচ্চন। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হচ্ছেন দুজনে। সে বছর সেরা অভিনেতার সম্মান পেয়েছিলেন অমিতাভ এবং সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছিলেন নূতন। সেই ছবি শেয়ার করেছেন বিগ বি। আরও দুটো ছবিতে রয়েছেন জয়া বচ্চন এবং ডনের বিহাইন্ড সিনসের দৃশ্যের ছবিতে। জন ছবির ৪২ বছর সম্পন্ন হওয়ায় এই ছবিগুলি শেয়ার করেছেন অভিনেতা।

আরও পড়ুনঃকান্নায় ভেঙে পড়া অর্জুনকে সামলাচ্ছেন রূপা, 'মহাভারত'র শ্যুটিং শেষে ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। 

Scroll to load tweet…

আরও পড়ুনঃ'তোমার চিরজীবন আমাদের সঙ্গে থাকবে বাবা', ঋষি কাপুরের তেরো দিনের কাজের ছবি পোস্ট করলেন ঋদ্ধিমা

তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে সত্তর হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।