অনুষ্কার কপালে সিঁদুর ঘিরে বিতর্ক কেন এই ধরনের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়া বিতর্কে জড়ালো ইউটিউব চ্যানেল নেট দুনিয়া ভরে উঠল প্রতিবাদে

বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন অনুষ্কা শর্মা। ভারতীয় ক্রিকেট দুনিয়ার ফার্স্ট লেডি বলে নয়, বর্তমানে অনুষ্কা ভাইরাল তার বেবি বাম্প এর জন্য। যতই দিন এগিয়ে আসছে বাড়ছে কাউন্টডাউন। একের পর এক অনুষ্কার ছবি হয়ে উঠছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তেমনি এক ছবি কিরে এবার সৃষ্টি হল বিতর্ক।

View post on Instagram

অনুষ্কার কপালে সিঁদুর কেন, সম্প্রতি একটি ছবিতে দেখা গিয়েছে সাদা কুর্তি পরে সকলকে দিওয়ালি শুভেচ্ছা জানাচ্ছেন অনুষ্কা। কিন্তু সেই ছবিতে দেখা যায় প্রথমবার সিঁদুর পরতে অনুষ্কাকে। কিন্তু আসল ছবি তেমন কথা বলে না। অনুষ্কার সোশ্যাল মিডিয়ায় পোস্টিংয়ে চোখ রাখলেই দেখা যাবে এই ছবি। যেখানে তার কপালে নেই সিঁদুরের লেশমাত্র। এটিকে ফটোশপ করে বসিয়ে দেওয়া হয়েছে অনুষ্কার কপালে। শিক্ষার্থীকে বিতর্ক তুঙ্গে।

Scroll to load tweet…

কেউ সিঁদুর পরবে কি পরবে না সেটা একান্ত যার ব্যক্তিগত ব্যাপার। এক বাইরের ব্যক্তি কখনোই তা স্থির করে দিতে পারে না। এমনি কাণ্ড ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিল এক ইউটিউব চ্যানেল। এবার বিপাকে পড়তে হলো সেই চ্যানেলকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট এরপর পোস্টে ভরে উঠলো প্রতিবাদ। যার জেরে বিজয় সমস্যায় এখন এই চ্যানেল।