সোমবার রাখি উৎসবে সামিল গোটা দেশ ভাই-বোনের বন্ধনের এই বিশেষ দিনে বলিউডে সেলিব্রেশন রাখি উৎসবে মাতলেন তারকারা শেয়ার করলেন একাধিক ছবি

 রাখি উৎসব সেলিব্রেশনে মাতলেন গোটা বলিউড। একের পর এক তারকারা দিনভর সোমবার ভাইয়ের সঙ্গে ছবি করলেন শেয়ার। কেউ আবার শুধুই জানালেন শুভেচ্ছা। সোশ্যাল মিডিয়ায় তারকাদের এই পোস্ট ভক্ত মহলে ঝড় তোলে। সোমবার রাখি উৎসব পালনে প্রতিবছরের মত উললাস না থাকলেও ঘরোয়া সেলিব্রেশনে সামিল সকলেই। দেশ জুড়ে এই ভাই বোনের সম্পর্কের পবিত্র দিনে বলিউডের অন্দরমহলের ছবিটা কী...

View post on Instagram

বর্তমানে পরিবারের পরিস্থিতিত বেজায় কঠিন। কোভিডের কবলে পড়ে ভাই অভিযেক বচ্চন হাসপাতালে। রাখি বাঁধা হল না দিদির। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানাতের ভোলেননি বিগ বি। 

View post on Instagram

প্রয়োজনে ভাইকে সবসময় পাশে পেয়েছি। ভাইয়ের ছবি শেয়ার করে রাখি বন্ধনে শুভেচ্ছা জানালেন সারা আলি খান। 

View post on Instagram

দুই ভাইয়ের সঙ্গে ছবি শেয়ার করে পরিণীতি লিখলেন, ছোটবেলায় যখন তিনি ভাইদের থেকে লম্বা ছিলেন, পুরোনো স্মৃতিতেই ভাসলেন বলিউড ডিভা। 

View post on Instagram

তৈমুরের ছবি শেয়ার করলেন করিনা কাপুর। ইনায়ার সঙ্গে খুঁনসুটির স্মৃতিতেই ভিসজ রাখি বন্ধন উৎসব। 

View post on Instagram

ঋদ্ধিমা কাপুর শেয়ার করলেন রণবীরের সঙ্গে তোলা একটি ছবি। অনেক ভালোবাসা-সহ জানালেন রাখির শুভেচ্ছা। 

View post on Instagram

রাখি সেলিব্রেশনের ছবি শেয়ার করলেন ভিকি কৌশলও।

View post on Instagram

কৃতি ও নুপুর স্যানন, দুই বন্ধু দুজনের হাতে রাখি বেঁধেই সেলিব্রেশন করলেন এই বিশেষ দিন। এদিন শিল্পা শেট্টি থেকে শুরু করে অভিষেক বচ্চন অনেকেই রাখির শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ছবি।