রবিবার পবিত্র রাখির বন্ধনে প্রতিটা ভাই বোনের সম্পর্ক হয়ে ওঠে আরও সুমধুর। ভাইয়ের হাতে রাখি পরিয়ে শুভকামনা করে থাকেন সকল বোনেরা। এই বিশেষ দিনে বলিউড সেলেবরাও শুভেচ্ছা জানালেন সোশ্যাল মিডিয়ায়। 

রবিবার রাখির দিন সেলিব্রেশনে আমতেলন আট থেকে আশি। তিথি অনুযায়ী শনিবার বিকেল থেকেই পড়েছে রাখি পূর্ণিমার তিথি। এই বিশেষ দিনে নিজের দাদা-ভাই বা ভক্তদের শুভেচ্ছা জানাতে ভুলল না বিটাউন। তাই শনিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠল শুভেচ্ছা বার্তায়। 

View post on Instagram

ভাইকে রাখি পরানোর ভিডিও শেয়ার করে রাখির শুভেচ্ছা জানালেন মাধুরী দীক্ষিত। 

View post on Instagram

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে ট্যাবু ভাঙলেন তাপসী পান্নু। নিজের বোনের ছবি শেয়ার করে লিখলেন, যিনি সুরক্ষা দেন, তাঁর কোনও জেন্ডার থাকতে পারে না।

View post on Instagram

হতেই পারে আপনি আপনার ভাই বোনের থেকে অনেক দূরে রয়ছেন, তবে পেয়ার কা এক্সচেঞ্জ অ্যাপ আপনার ভালোবাসা পৌঁছে দেবে, জানালেন হৃত্বিক রোশন।

View post on Instagram

সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্য ছবি শেয়ার করে রাখির শুভেচ্ছা জানালেন। 

View post on Instagram

নিজের বোনকে ট্যাটু বানিয়ে গিফট করেছিলেন অর্জুন কাপুর। এছাড়াও অমিতাভ বচ্চন থেকে শুরু করে জেনেলিয়া, একাধিক সেলেব শুভেচ্ছা জানিয়েছেন রাখিতে।