সংক্ষিপ্ত

  • সাংবাদিক ঘটনায় গর্জে উঠেছে গোটা বলিউড
  • কংগ্রেস সভানেত্রীকে অপমানজনক মন্তব্য করার অভিযোগে সাংবাদিককে গ্রেপ্তার করার দাবি তুলেছিল কংগ্রেস
  • গোটা ঘটনার ভিডিও করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অর্ণব গোস্বামী
  • বলিউডের তারকারাও সরব হয়েছেন এই ঘটনায়

জাতীয় টেলিভিশন চ্যানেলের খ্যাতনামা সাংবাদিক অর্ণব গোস্বামী। গত বুধবার রাতে তার উপর হামলা হয়েছে। যা নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশ। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং পালঘর সাধু হত্যার ঘটনার দায় কংগ্রেসের উপর চাপানো নিয়ে সমস্যার সূত্রপাত। তারপর থেকেই  সাংবাদিক অর্ণব গোস্বামীর উপর ক্ষুব্ধ কংগ্রেস। কংগ্রেস সভানেত্রীকে অপমানজনক মন্তব্য করার অভিযোগে সাংবাদিককে গ্রেপ্তার করার দাবি তুলেছিল কংগ্রেস। তার পরের ঘটনা সকলেরই জানা।

আরও পড়ুন-প্রকাশ্যেই কেঁদে ফেললেন বলিউডের 'রিমেক কুইন', 'হু হু করে ছড়িয়ে পড়ল ভিডিও...

গত বুধবার রাতেই সস্ত্রীক সাংবাদিকের উপর হামলা চালানো হয়। গোটা ঘটনার ভিডিও করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অর্ণব গোস্বামী। আর সেই ভিডিও পোস্ট করার পর থেকেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বলিউডের তারকারাও সরব হয়েছেন এই ঘটনার। সাংবাদিক ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় গর্জে  উঠেছেন শাবানা আজমি, অনুপম খের, মধুর ভান্ডারকর সহ  আরও অনেকে।

আরও পড়ুন-আলিয়া নয় রণবীরের পাশে কে এই মহিলা, মুহূর্তে ভাইরাল হল ছবি...

বলিউড অভিনেতা অনুপম খের টুইটারে জানিয়েছেন, 'এটা সম্পূর্ণ কাপুরোষিত কাজ। এখন সব কায়দাবাজি চলবে না। এই দেশের কোটি কোটি মানুষ তোমার রক্ষাকবচ'। দেখে নিন পোস্টটি,

 

বলি অভিনেত্রী শাবানা আজমি জানিয়েছেন, 'অর্ণব গোস্বামীর উপর হামলার তীব্র নিন্দা করছি। ওর বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার কারোর অধিকার নেই। দোষীদের অবশ্যই শাস্তি দিক দেশের আইন।'

 

পরিচালক মধুর ভান্ডারকরও নিজের টুইটারে সাংবাদিক নিগ্রহের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। দেখে নিন টুইট পোস্টটি,