সংক্ষিপ্ত

  • দশকের প্রথম বক্স অফিসে আয় করছে গুড নিউজ
  • বিশ্বজুড়ে ভালো ফলাফল
  • রমরমীয়ে চলছে ছবি
  • ২০০ কোটিতে পাড়ি দেওয়ার পথে অক্ষয়-করিনা

একের পর এক অক্ষয় কুমারের ছবি বক্স অফেস ছক্কা হাঁকিয়েছে ২০১৯ সালে। সেই তালিকাতে নাম লিখিয়েছে তাঁর গত বছরের শেষ ছবি গুড নিউজ। একই সঙ্গে পর্দায় মুক্তি পেয়েছিল ডাবাং ছবি। কিন্তু সেই ছবি তেমন একটা প্রভাব ফেলেনি দর্শকদের মধ্য। শুরুটা আশানুরূপ না হলেও, পরবর্তিতে বক্স অফিসে ভালোই ফল করতে শুরু করে গুড নিউজ ছবিটি।

আরও পড়ুনঃ বিয়ে নিয়ে দীপিকার পরিবারের কী মতামত, সম্পর্ক প্রসঙ্গে খোলামেলা দীপিকা

প্রথম দু-সপ্তাহতেই তা একশো কোটির ক্লাবে নাম লিখিয়েছে। এবার পা বাড়লো ২০০ কোটির দিকে। কড়া প্রতিদ্বন্দীতে রয়েছে দাবাং থ্রি ছবিটি। কিন্তু কোথাও গিয়ে যেন সেই ছবি খুব একটা প্রভাব ফেলতে পাড়ল না এই ছবির বাজারকে। ফলে বছরের শেষ ও শুরু দুয়েই অক্ষয় রইল লাভের অংশ। নতুন বছরের সপ্তাহ শেষে এই ছবির মোট আয়ের সংখ্যা দাঁড়ালো ১৩৫ কোটি টাকা। 

আরও পড়ুনঃ শৈশবের সারল্য থেকে পরিণত ফ্রেমে বিতর্ক, জন্মদিনে রইল দীপিকার না দেখা কিছু ছবি

পাশাপাশি দাবাং থ্রি নিজের ঝুলিতে তুলতে সক্ষম হয়েছে ১৪৫ কোটি টাকা। সারা দেশ জুড়ে গুড নিউজ ছবিটি ব্যবসা করেছে নজর কাড়া। নতুন দশকের শুরুতেই বক্স অফিস গুড নিউজের হাত ধরেই লাভের মুখ দেখছে। রমরমীয়ে চলছে এখন এই ছবি। অন্যদিকে সেভাবে ফল করতে পারছে না চুলবুল পান্ডে। যদিও সেই বিষয় নিয়ে মুখ খুলে সলমন খান জানিয়েছিলেন, দেশের পরিস্থিতি আগে, বক্স অফিস নয়।